ভোলায় বাগানের ৩০ ফুট উঁচু গজারি গাছে ঝুলছিল লাশ।

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের একটি বাগানে প্রায় ৩০ ফুট উঁচু গজারি গাছ থেকে এক মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ারসার্ভিস। সুরতহাল প্রতিবেদনের তথ্য অনুযায়ী পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। পরিবার বলছে, মানসিক ভারসাম্যহীন থেকে ওই যুবক এমন কাণ্ড ঘটিয়েছে।শনিবার (২০ এপ্রিল) বেলা ১২ টার দিকে আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের একটি বাগান থেকে তার লাশ উদ্ধার করা হয়।ভোলা সদর মডেল থানার পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।২২ বছর বয়সী ওই যুবকের নাম মো. হ্নদয়। তিনি ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফারুক সাজির ছেলে। প্রায় ছয়মাস ধরে তিনি মানসিক ভারসাম্যহীন।পরিবার জানায়, মৃত হ্নদয় প্রায় ৬ মাস যাবত মানসিক ভারসাম্যহীন। গতকাল দুপুর থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে স্থানীয়রা গাছের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয়।সদর থানার পুলিশ পরিদর্শক আবদুল্লাহ আল মামুন জানান, বাগানের গজারি একটি গাছের প্রায় ৩০ ফুট উঁচুতে হ্নদয়ের লাশ ঝুলছিল। তার গলায় গামছা পেঁচানো ছিল। শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। ফায়ারসার্ভিসকে বিষয়টি অবগত করা হলে ফায়ারসার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে লাশ নিচে নামায়।সুরতহাল প্রতিবেদন অনুযায়ী এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE