ভোলার শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী করে ঢেলে সাজানো হবে- মোশারফ হোসেন।।

 

বিশেষ প্রতিনিধি ঃ আগামীর ভোলা হবে শিক্ষা বন্ধব স্বনির্ভর ও তারুণ্য নির্ভর। সে লক্ষ্যে প্রিয় নেতা আমাদের অভিভাবক তোফায়েল আহমেদ এমপি নির্দেশে কাজ করে যাচ্ছেন ভোলার শিক্ষা প্রশাসন। মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়েছে, টেকনিকাল কলেজ সহ তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য কয়েকটি কারিগরি ট্রেনিং সেন্টার এর কাজ দ্রুত শুরু করা হবে। এরই মধ্যে আইসিটি সেন্টারের কাজ শুরু হয়েছে ভোলায় যার মাধ্যমে শিক্ষা নিয়ে ভোলার মেধাবী ছাত্র-ছাত্রীরা দেশের প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় নিজেদেরকে তৈরি করতে পারবে।উত্তর ভোলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রি মডেল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া, বার্ষিক ছবক ও ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষা বান্ধব উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।বুধবার (৩১শে জানুয়ারী) সকাল ৯ টা থেকে শুরু করে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মাদ্রাসা মাঠে এ পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মৌলভীরহাট হোসাইনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ আলাউদ্দিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মোশারেফ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারী টিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ শাজাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রকিবুল হাসান, সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, গাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম নোমান, ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন,ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার নুরুল ইসলাম।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মফিজিয়া মাদ্রাসার সুপার বেলায়েত হোসেন, চর আনন্দ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন, পশ্চিম গাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাজান, আবুজর গিফারী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা আবদুল বারী, মৌলভীরহাট হাট ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মামুনুর রশিদ, ২নং ইলিশা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান মোস্তফা মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE