মনজু ইসলাম। ভোলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান নাজিউর রহমান কলেজ পরিদর্শনে গিয়েছেন কলেজের গভর্নিং বডির সভাপতি শেখ রেবা রহমান।শনিবার বেলা ১১ টায় নাজিউর রহমান রহমান কলেজে যান তিনি। এসময় অত্র কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ তাকে ফুল দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানান।এসময় তিনি কলেজের শিক্ষক কর্মচারীদের সাথে কলেজের সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভা করেছেন। সভায় কলেজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করেন।১৯৮৬ সালে উত্তর ভোলার গ্রামীণ জনপদে শিক্ষার আলো ছড়িয়ে দিতে নাজিউর রহমান কলেজ প্রতিষ্ঠায় শেখ রেবা রহমানের অবদান অস্বরণীয়। সেখান থেকে আজ অব্দি পথচলায় কলেজটি জেলার সুনামধন্য একটি বিদ্যাপীঠে রূপান্তরিত হয়েছে।
ভোলা নিউজ / টিপু সুলতান