ভোলায় গণপিটুনিতে গরু চোর নিহত।।

 

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা: ভোলার বোরহানউদ্দিনে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনিতে আলাউদ্দিন বেপারী (৪০) নামে এক গরু চোর নিহত হয়েছেন।মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের গণপিটুনির শিকার হন আলাউদ্দিন। এরপর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন ভোলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত আলাউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বড় মানিকা গ্রামের মো. ইউনুস বেপারীর ছেলে। তিনি স্থানীয়দের কাছে গরু চোর হিসেবে বেশ পরিচিত।মাসুম বিল্লাহ নামে এক ব্যক্তি ভোলা নিউজকে  জানান, নিহত আলাউদ্দিন একজন পেশাদার চোর। গরু চুরিসহ তাঁর বিরুদ্ধে স্থানীয়ভাবে একাধিক অভিযোগ এবং মামলা রয়েছে। সম্প্রতি বোরহানউদ্দিন উপজেলার বেশ কয়েকটি গ্রামে হঠাৎ করে গরু চুরির ঘটনা বাড়তে থাকে। সেজন্য স্থানীয়রা রাত জেগে চোর পাহারা দেয়ার সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার মধ্যরাতে আলাউদ্দিন কুতুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আনোয়ার ফরাজির বাড়িতে গরু চুরি করতে যায়। এসময় আনোয়ারসহ স্থানীয়রা একত্রিত হয়ে আলাউদ্দিনকে গরুসহ হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়৷ বুধবার সকালে বোরহানউদ্দিন থানার এসআই রাজীব মুমূর্ষু অবস্থায় আলাউদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গরু চুরির এ ঘটনায় আনোয়ার ফরাজি চোর আলাউদ্দিনকে আসামি করে বোরহানউদ্দিন থানায় একটি মামলা করেন। যাঁর মামলা নম্বর-৭।বোরহানউদ্দিন থানার এসআই মো. রাজীব জানান, বুধবার সকালে আলাউদ্দিনকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসক তাঁর অবস্থা গুরুতর দেখে সেইদিনই তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মো. আলাউদ্দিন জানান, গরুর মালিক আনোয়ার ফরাজির মামলায় নিহত গরু চোর আলাউদ্দিন এজাহার নামীয় আসামি। এখন যেহেতু আসামি আলাউদ্দিন মারা গেছে, সেহেতু এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE