ভোলায় বিস্ফোরক মামলায় বিএনপি নেতা গ্রেফতার।।

 

ইব্রাহিম আকতার আকাশ,: ভোলায় পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় মুছা কালিমুল্লাহ নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বিএনপি নেতাদের দাবি, পুলিশ সরকারকে খুশি করতে বিভিন্ন মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের সদর রোড বরিশাল দালান সংলগ্ন থেকে তাকে গ্রেফতার করা হয়।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।গ্রেফতার হওয়া বিএনপি নেতা মুছা কালিমুল্লাহ সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলার তদন্ত কর্মকর্তা ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, নভেম্বর মাসে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল গ্রেফতার হওয়া মুছা কালিমুল্লাহসহ বেশ কয়েকজন বিএনপি নেতাকে আসামি করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সে মামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতারও করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুছা কালিমুল্লাহকেও গ্রেফতার করা। তিনিও সেই মামলার আসামি। এ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।এক প্রশ্নের জবাবে পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘বিস্ফোরক এর ঘটনা কোথায় ঘটেছে, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না। তবে তিনি ওই মামলার আসামি হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে’।এদিকে চরসামাইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল মাতাব্বরের দাবি, ভোলায় বিএনপির কোনো নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি হয় এমন কোনো কাজ করেননি। পুলিশ সরকারকে খুশি করতে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। মুছা কালিমুল্লাহ নির্দোষ। পুলিশ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে ধরে নিয়ে গেছে।ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, পুলিশের দায়ের করা বিস্ফোরক মামলায় বিএনপি নেতা মুছা কালিমুল্লাহকে গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE