অবরোধে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও চলছে ভোলার বিএনপি নেতাদের লঞ্চ।।

 

বিশেষ প্রতিনিধিঃ বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচির প্রথম দিনে ভোলা জেলার শহরের অভ্যন্তরীণ যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে ভোলা ঢাকা-চট্টগ্রামের সঙ্গে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকলেও জেলা বিএনপি’র আহব্বায়ক গোলামনবী আলমগীর ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম পরিচালিত লঞ্চ ঢাকা -ভোলা রুটে চলাচল করছে। পণ্যবাহী ট্রাক-গাড়ি চলাচল করলেও আগের তুলনায় কিছুটা কম।আজ রবিবার (৫ নভেম্বর) দুপুরে সরেজমিন দেখা গেছে, দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে প্রথম দফার অবরোধের চেয়ে অভ্যন্তরীণ একমাত্র যানবাহন ব্যবস্থা সিএনজি-অটোরিকশা চলাচল বেড়েছে। জেলা শহরের বিভিন্ন মোড়ে-মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। শহরে বিভিন্ন আনাচে-কানাচে পুলিশ সুপার ফোর্সসহ টহল দিচ্ছে।সকাল থেকেই ঢাকা-চট্টগ্রামগামী দূর পাল্লার বাস ছেড়ে যাচ্ছে না ভোলা থেকে। তবে ভোলার মেঘনার হ্রদে নৌযান চলাচল সচল আছে। আজ বিকেল ৩ঘটিকার সময় এ রহমান এন্ড সন্স এর এমবি সম্পদ লঞ্চটি ভোলা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় এবং ঢাকা থেকে ভোলার উদ্দেশ্যেও ছেড়ে এসেছেন। লঞ্চটির তত্ত্বাবধানে রয়েছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। এছাড়া বিএনপি নেতা হাফিজ ইব্রাহিম এর পরিচালনায় চলা এমভি তাসরিফ লঞ্চ গুলো ও অবরোধ উপেক্ষা করে ঢাকা ভোলা রুটে চলচল করছে জেলার কোথাও কোনো ধরণের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি, এদিকে ভোলার চরফ্যাশনে যমুনা এক্সপ্রেস পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে চরফ্যাশন ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।শনিবার (৪ নভেম্বর) মধ্যরাতে চরফ্যাশন উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।চরফ্যাশন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. আসাদুজ্জামান ভোলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, যমুনা এক্সপ্রেস পরিবহন নামে ওই যাত্রীবাহী বাসটি চরফ্যাশন টু চট্টগ্রাম রুটে চলাচল করত। শনিবার রাত ৯টার দিকে বাসটি চট্টগ্রাম থেকে চরফ্যাশন এসে পৌঁছায়। চরফ্যাশন বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে বাসটি দাঁড়ানো ছিল। রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। আগের মতোই বন্ধ রয়েছে জেলা বিএনপির কার্যালয়। আশপাশেও দেখা যায়নি নেতাকর্মীদের। নেতাকর্মীদের অভিযোগ, হরতাল-অবরোধে নেতারা বের হচ্ছেন না, আত্মগোপনে রয়েছেন।ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকির বলেন আজকের অবরোধে আগের তুলনায় যানবাহন চলাচল বেড়েছে ও নৌযান স্বাভাবিক ভাবে চলাচল রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক। শহরে বাড়তি পুলিশ, স্ট্রাইকিং ফোর্স মোতায়ে রয়েছে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE