জামিনে মুক্ত সাংবাদিক আকাশ, ধর্ষন মামলায়ও বিয়ের খায়েশ মিটলো না।।

 

বিশেষ প্রতিনিধিঃমিথ্যা তথ্য দিয়ে করা হয়রানি মূলক মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছেন ভোলার তরুণ সাংবাদিক ইব্রাহিম আকাশ। মহামান্য হাইকোর্ট মামলার বিষয় বিবেচনায় খুশি হয়ে সাংবাদিক আকাশকে জামিন দিলে আজ ভোলার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফ মোহাম্মদ সানাউল হক তার জামিন নামা গ্রহন করে জেল থেকে মুক্তির নির্দেশ প্রদান করেন। এই মুক্তির নির্দেশে ধর্ষণ মামলা দিয়েও সাংবাদিক আকাশকে বিয়ে করার খায়েশ মেটাতে পারলোনা ভিকটিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষণের অভিযোগে মামলা করা ভিকটিম পূর্বেই বিবাহিত ছিলো। তার (প্রায়) ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। মেয়েটার বড় ভাই ভোলার পশ্চিম ইলিশার পরিবারের সন্তান, শহরের বড় ঠিকাদার । আর আকাশ ভোলার তরুণদের মধ্যে মোটামুটি ভালোই লেখালেখি করা একজন সাংবাদিক কিন্তু পশ্চিম ইলিশার ই একটি নিন্মবিত্তি পরিবারের সন্তান। সেই সুবাদে ভোলা শহরের বনেদি ঠিকাদারদেরও খুবই পরিচিত জন ছিলো এই মহিলাটি। মেয়েটির কিছু বাজে তথ্য প্রমান আকাশের কাছে ছিলো। সে গুলো থেকে বাঁচার জন্য আকাশের সাথে তার প্রায় ১০ বছরের বড় এই মেয়েটির একটি পারিবারিক ভাবে ভালো সম্পর্ক হয়। সেই সম্পর্কের দোহাই দিয়ে আকাশের সাথে শারিরিক সম্পর্ক হয়েছে বলে ২০ বছরের আকাশকে ৩২ বছরের ওই মেয়েটিকে বিবাহের চাপ দিতে থাকে, ভোলার ঠিকাদারসহ আকাশের লেখালেখিতে ক্ষতিগ্রস্থ ও জেলাস ফিল করা সাংবাদিকরাও। আর এই ঘটানার প্রায় কয়েক মাস পরে নানান অযৌক্তিক বয়ান দেখিয়ে তার বিরুদ্ধে বিয়ের প্রলবনে ধর্ষন মামলা করা হয়েছে। কোন প্রকার মেডিক্যাল না থাকা ও মামলার সকল নথি পর্যালোচনা করে এবং বিস্তার অসংগতি বিবেচনা করে বিচারক ভোলার এই তরুণ সাংবাদিককে জামিনে মুক্তির নির্দেশ দেন।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE