মনপুরায় সন্ত্রাসী কায়দায় প্রকাশ্য হামলা, আহত- ১।।

 

মনপুরা প্রতিনিধি।।ভোলা জেলার মনপুরা উপজেলায় প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় গুরুত্বর আহত হেলাল ফরাজী (৫০)। আহত হেলাল ফরাজী বর্তমানে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা গ্রহণ করছেন,তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। আজ উপজেলা প্রশাসন কমপ্লেক্স সংলগ্ন নির্বাহী অফিসারের বাসার সামনে, শিক্ষক ফারুক মাস্টারের(৩৮) নেতৃত্বে তার ভাই রাসেল ফরাজি (৩৫), বাহার ফরাজি (২৭) জাকির ও মনিরসহ অজ্ঞাত ১০-১২ জন মিলে প্রকাশ্যে এই সন্ত্রাসী হামলা চালানো হয়। মূলত অভিযুক্ত শিক্ষক ফারুক ফরাজী চর কলাতলীতে জমি বন্দোবস্ত দেওয়ার কথা বলে প্রায় ১২০০ পরিবারের কাছ থেকে ৪০,০০০০/ টাকা করে প্রায় ৪ কোটি টাকা চাঁদা হাতিয়ে নেয় উক্ত বিরোধী নিয়ে অভিযুক্ত শিক্ষক ফারুক ফারাজীর বিরুদ্ধে ভোলা প্রাথমিক শিক্ষা অফিস,ভোলা জেলা প্রশাসন কার্যালয়ে ৩০০জনের গণস্বাক্ষরিত অভিযোগ দাখিল করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাহী অফিসার দায়িত্বপ্রাপ্ত হন। তদন্তর স্বার্থে অভিযোগকারীদের মনপুরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ডাকা হয়, অভিযোগকারীগন তদন্তকারী কর্মকর্তার ডাকে সাড়া দিয়ে অত্র কার্যালয়ে প্রবেশ করতে চেষ্টা করিলে, চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত শিক্ষক ফারুক ফরাজির নেতৃত্বে এ হামলা করা হয়।উক্ত বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত তদন্তকারী কর্মকর্তা নিকট জানতে চাইলে তিনি জানান,আমি অভিযোগকারী কয়েকজনকে ডেকেছি, তারা আমাকে তথ্য প্রমান দিয়ে গেছে, এরপরে কিভাবে মারামারি হয়েছে আমি জানিনা,তদন্ত করলে বেরিয়ে আসবে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।উক্ত বিষয় নিয়ে উপজেলা অফিসার ইনচার্জ জানান,আমি এই মুহূর্তে ভোলা অবস্থান করছি, এখনো মামলা হয়নি, মামলা দিলে মামলা গ্রহণ করা হবে।

 

ভোলা নিউজ / টিপু সুলতান

SHARE