বগুড়ায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্রসহ নিহত-৪।।

 

শাহজাহান আলীঃ বগুড়া জেলা প্রতিনিধি,

বগুড়ার কাহালু উপজেলায় পিকআপ ও প্রাইভেট কারে মুখামুখি সংর্ঘষে পিতা-পুত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এতে ঘটনায় আরো দুই জন গুরুত্ব আহত হয়েছেন।১৬ জুকাই(শনিবার) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়ার কাহালু উপজেলায় দরগারহাট এলাকার সুজন ফ্যাক্টরির সামনে বগুড়া নওগাঁ মহাসড়কের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই পিতা-পুত্র ও প্রাইভেট কার চালক নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরো এক জনের মৃত্যু হয়।নিহতরা হলেন- নওগাঁ জেলার ধামুরহাটে তানছের আলী(৬০),তার ছেলে টগর আলী(৩৫) এবং পত্নীতলা এলাকার মান্নুর ছেলে প্রাইভেট কার চালক সুমন মিয়া(৩০)।এঘটনায় শাকিল ও আব্দুর রহমান নামে দুইজন গুরুতর আহত হয়। আহত দুই জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ( শজিমেক) হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমানের মৃত্যু হয়। শাকিল বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।জানা গেছে, তানছের আলী ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।তার চিকিৎসার জন্য প্রাইভেট কার(ঢাকা মেট্রো-গ-২২১৪৯৮) যোগে তারা নওগাঁ থেকে বগুড়ায় যাচ্ছিলেন। পথিমধ্যে কাহালু উপজেলাধীন দরগারহাট এলাকায় পৌঁছিলে বগুড়া থেকে (ঢাকা মেট্রো-গ-২৩-১৭১৩) নম্বর পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানছের কার চালক সুমন নিহত হন। পরে গুরুত্ব আহত শাকিল ও আব্দুর রহমানকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে আব্দুর রহমানের মৃত্যু হয়।কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান হোসেন এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় ৪জন নিহত হয়েছেন। একজন আহত অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পিকআপটি জব্দ করছে। তবে পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।

SHARE