বোরহানউদ্দিন কাচিয়া বিএনপির উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়ন বিএনপির উদ্যেগে ৫ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর দরজায় এই আয়োজন করা হয়। গতকাল  শুক্রবার (২২-০৪-২০২২) কাচিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ীর দরজায় সন্ধ্যায় ভোলা ২ আসনের সাবেক এমপি আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে দেশনেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সাবেক কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মরহুম মতিন হাওলাদারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে কাচিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শেখ সাদী হাওলাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসাধারণ সম্পাদক সরোয়ার আলম খাঁন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল আলম নাসিম কাজী, বিএনপি নেতা এডভোকেট আজম কাজী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও পক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ন কবির সেলিম,বোরহানউদ্দিন উপজেলার সাবেক সফল ছাত্রনেতা মোঃ জসিম খা, উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলম খান হৃদয়, সদস্য সচিব তানজিল হাওলাদার।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকদলের সভাপতি আঃ রহমান মিয়া, উত্তর বিএনপির সাধারন সম্পাদক শামীম খা, থানা যুবদল নেতা রুবেল কাজী, বিএনপি নেতা সাফিজল হক মাতাব্বর, বিএনপি নেতা আনোয়ার হোসেন, কাচিয়া যুবদলের সভাপতি হেলাল উদ্দিন মারুফ, সাধারণ সম্পাদক রাসেল শাহ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবাধন করেন বশির আহম্মেদ। এই সময় প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলম খান বলেন- বর্তমান সরকার গঠনতন্ত্রকে হত্যাকরে দেশে একনায়কতন্ত্র কায়েম করছে। বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা, হয়রানিমূলক মামলা দিয়ে আটক করে নির্যাতন করছে। তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একাধিক মিথ্যা মামলা দিয়ে বিচারের নামে কারাবন্দী রেখেছে। বর্তমানে বাসায় বন্দী রয়েছে। তিনি আরও বলেন -পবিত্র মাহে রমজান মাস রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এ মাসের সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আলহাজ্ব হাফিজ ইব্রাহিম সাহেবের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মিলেমিশে যাতে কাজ করতে পারি। এসময় তিনি কাচিয়া ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে আরও সুসংগঠিত ও একতাবদ্ধ হয়ে কাজ করার লক্ষে আহ্বান জানান।

SHARE