ভোলায়া মৎস্য কর্মকর্তার মাথা ফাটালেন মাছ চোর চেয়ারম্যান

 

 

টিপু সুলতান // ভোলার দৌলতখানে মৎস্য কর্মকর্তার উপর হামলা চালিয়েছেন চেয়ারম্যন আওলাদ হোসেন ও তার লোকজন। ৩০ মার্চ রাতে দৌলতখান উপজেলার মেঘনা নদীতে মাছ চুরি করে পালানোর সময় মৎস্য কর্মকর্তাকে দেখে এই হামলা চলানো হয় বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকলেও পুলিশ এখন পর্যন্ত চেয়ারম্যন বা তার কোন লোকজনকে গ্রেফতার করতে পারেননি।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা জানান , মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি দৌলতখানের মদনপুর, তুলাতলি মেঘনা নদীতে অভিযানে টহল দিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল সহ ভেড়জাল জব্দ করেন। এসময় টহলরত অবস্থায় দৌলতখানের চৌকিঘাট সংলগ্ন মেঘনা নদীতে ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেনের ট্রলার দেখে তারা ধাওয়া করলে তাদের উপস্থিতি টের পেয়ে নৌকাটি নদীর অন্যদিকে মোড় নেয়।পরে নৌকাটিকে ধাওয়া করলে উল্টো নৌকাটি এসে দ্রুতগতিতে মৎস্য বিভাগের নৌকায় সজরে ধাক্কা দেয়। এতে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজ সহ তাদের এক স্টাফ গুরুতর আহত হন।পরে ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির রুই,কাতল, পোয়া মাছ সহ ট্রলারটি আটক করে ঘাটে নিয়ে আসলে ট্রলারে থাকা রুই, কাতল , পোয়া মাছগুলোতাদের উদ্ধার করা মাছ ও জালগুলো চেয়ারম্যান আওলাদ হোসেন ছিনিয়েনেন বলেও মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাছনাইন দাবী করেন।ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আওলাদ হোসেন জানান, ইউএনও’র অনুমতি নিয়ে তার লোকজন ভবানীপুর ইউনিয়নের চর হাজারী গুচ্ছগ্রামের পুকুর থেকে রাতে মাছ ধরে নিয়ে আসার পথে নদীতে মৎস্য বিভাগের ট্রলারের সাথে ধাক্কা লাগে । তবে নৌকায় পুকুরের দেশীয় রুই, কাতল মাছ ছিলো, পোয়া মাছ ছিলোনা । আর আমি নৌকায় ছিলাম না। চরে যাওয়া লোকজন এসে আমাকে জানিয়েছে। তবে চর হাজারীর গুচ্ছগ্রামের পুকুরে দিনের বেলায় মাছ না ধরে রাতে কেন ধরলেন? এ প্রশ্নে তিনি চুপ হয়ে গেলেন। দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক
হাওলাদার জানান, ভবানীপুর ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আমাকে না জানিয়ে রাতে বেআইনি ভাবে ভবানীপুর ইউনিয়নের চর হাজারীর গুচ্ছগ্রামের পুকুর থেকে মাছ ধরে নিয়ে আসে বলে খবর পাই। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নদীতে অভিযানে গিয়ে হামলায় শিকার হোন। বিষয়টি তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’ উপজেলা মধস কর্মকর্তা জানান, আমার মাথায় মারাত্নক যখম হয়েছে আমি ডাক্তারের কাছে আছি। মামলার প্রস্তুতি চলছে। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মেঘনার অভয়আশ্রমে মাছ ধারা বন্ধ থাকার মধ্যে নিয়মিত টহল টিমের উপর হামলার ঘটনায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন দৌলতখান উপজেলা প্রশাসন।ক্যপশনঃ আহত দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হোসাইন।

SHARE