ফারহান-উর-রহমান সময়, তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি:
করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিন, আপনার সুরক্ষা মানে পরিবারের সুরক্ষা। ”আপনি যেখানে আমি আছি সেখানে” এমন স্লোগানকে সামনে রেখে টিকা কার্যক্রমকে মানুষের দৌড় গৌড়ে পৌঁছে দিতে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চালু করলো কোভিড-১৯ ভ্রাম্যমান টিকা কেন্দ্র।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, উপজেলার ৫টি ইউনিয়নে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নিয়েছে ১ লক্ষ ৫ হাজার ৪শ ৯১ জন। যা মোট মোট জনসংখ্যার ৭৩.১১%। দ্বিতীয় ডোজ টিকা নিয়েছে ৬০ হাজার ৯শ ৫৬ জন। প্রথম ডোজ থেকে বুস্টার ডোজ পর্যন্ত টিকা মানুষ যাতে সহজেই নিতে পারে এ জন্য গত শনিবার থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার গাড়ি করে এই ভ্রাম্যমান টিকা কেন্দ্র চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভিন্ন এলাকায় খবর পেলেই জনসমাগম স্থলে চলে যায় গাড়ি। সেখানে অস্থায়ী এই টিকা কেন্দ্রের মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ টিকা প্রদান করেন স্বাস্থ্য কর্মীরা।চাঁচড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের মিয়া বলেন, এটি একটি প্রশংসনীয় উদ্যেগ। হাসপাতাল কর্তৃপক্ষ টিকা নিয়ে মানুষের কাছে চলে যাচ্ছে। এতে করে একদিকে যেমন মানুষের দূর্ভোগ কমবে অন্যদিকে টিকা নিতে তারা আরো আগ্রহী হবে।এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবির সোহেল বলেন, আমাদের উপজেলায় এখনো অনেক লোক রয়েছে যারা দ্বিতীয় ডোজ কিংবা বুস্টার ডোজ নেওয়া হয়নি। এছাড়া অনেক বয়স্ক লোক রয়েছে যারা হাসপাতালে আসতে পারছে না কিংবা কস্ট হচ্ছে। এসব বয়স্ক এবং দূর-দূরান্তের লোকজন যাতে সহজেই ভ্রাম্যমান টিকা কেন্দ্রের মাধ্যমে টিকা নিতে পারে এজন্য এটি চালু করা হয়েছে।