চরফ্যাসনে বেতুয়া নদীবন্দর উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী

 

 

নাজিম উদ্দীন চরফ্যাশন প্রতিনিধি।। ভোলার চরফ্যাসন উপজেলায় আসলামপুর ইউনিয়নে বেতুয়া লঞ্চঘাটকে বেতুয়া নদীবন্দর উদ্বোধন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ‍এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় এক জমকালো আয়োজন ও উদ্বোধনী ফলক উম্মোচনের মাধ্যমে এই বন্দর উদ্বোধন করনে মন্ত্রী। এই বন্দর উদ্বোধনের মাধ্যমে চরফ্যাসন উপজেলাসহ লালমোহন, মনপুরাসহ দক্ষিণবঙ্গের সাথে দেশের আরেকটি বাণিজ্যিক দরজা উম্মোচন হলো। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন মন্ত্রণালয়ের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জয়নাল আবেদীন আখন, উপজেলা চেয়ারম্যান চরফ্যাসন, নুরুল ইসলাম ভিপি সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ চরফ্যাসন উপজেলা শাখা, মোর্শেদ, মেয়র চরফ্যাসন পৌরসভা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র এবং চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন কর্মকর্তা ডা. শোভন বসাক। এছাড়াও উপস্থিত ছিলেন- স্থানীয় ব্যবসায়ী ও সুধীসমাজসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ। উদ্বোধন উপলক্ষে বেতুয়া প্রশান্তি পার্কসহ এলাকাটি সজ্জিত করা হয়।

SHARE