যুদ্ধ যুদ্ধ এবং ৭১ টেলিভিশন–পলাশ আহসান

 

ভোলা নিউজ ডেস্ক।।  সম্প্রতি সময়ের আলোচিত একটি অলিক ঘটনা নিয়ে লিখেছেন দেশের সনামধন্য সাংবাদিক ও লেখক পলাশ আহসান। তার ফেইসবুকের লেখাটি ভোলা নিউজ পাঠকদের জন্য তুলে ধরা হলো, ” তৃণা ইসলাম নামে এক নারী গত ৩রা নভেম্বর একটি প্রেস ব্রিফিং করেছেন। সেখানে তিনি অভিযোগ করেছেন ৭১ টেলিভিশন এর বার্তা প্রধান শাকিল আহমেদ প্রেম করার নামে তাঁর সঙ্গে সর্বোচ্চ প্রতারণা করেছেন। এনিয়ে শাকিল ভাই আমাদের শুধু দু’টো লাইন বলেছেন। তিনিই প্রতারণার শিকার এবং প্রমাণসহ যা বলার আদালতে বলবেন। আমরাও তাঁর কথায় আস্থা রেখেছি। কারণ তিনি কখনো আমাদের আস্থা ভাঙেননি। আমি নিজের কথা যদি বলি, তাঁর সঙ্গে ১৭ বছর কাজ করছি। কোনদিন কারো কাছে তাঁর নামে প্রতারণার অভিযোগ শুনিনি। এরইমধ্যে আমাদের নারী সহকর্মীরাও জানিয়েছেন তাঁর কাছে কোন দিন আস্থা হারানোর মত অনুভূতি পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জনের নানা মন্তব্য নিতে আমরা অভ্যস্ত হলেও এবার খানিকটা অবাক হয়েছি সবাই। কারণ প্রেসব্রিফিংএর কিছু অভিযোগ সত্যি অবাক করার মত। ব্যক্তিগত জীবনাচারণ সংক্রান্ত অভিযোগের পেছনে বুঝলাম প্রমাণ অপ্রমাণের বিষয় আছে।কিন্ত সরকারি চাকরি খাওয়ার অভিযোগ তো পুরোটাই অলিক।একটি সরকারি চাকরি খাওয়ার ক্ষমতা কি শাকিল আহমেদের থাকার কথা? একজন মন্ত্রীও কি পারেন? এটা এত সহজে যেমন হয়না তেমনি সহজে যায়ও না। এর জন্যে নিয়ম লাগে, আইন লাগে। পরে আমরা আইইডিসিআর এর সঙ্গে কথা বলেছি। খুবই দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, তৃণা ইসলামের চাকরি যায়নি। তিনি উচ্চশিক্ষার্থে বিদেশ যাওয়ার কথা বলে অব্যাহতি চেয়েছেন।চাকরির বিনিময়ে শাকিল আহমেদের নামে মিথ্যাচার করছেন তিনি! কেন? এই কেন’র জবাব নিতে আমরা অনুসন্ধানে নেমেছি। বিষয়টা এখন আর কারো ব্যক্তিগত নেই। কারণ এর পেছনে শক্তিশালী লোমশ হাত দেখতে পাচ্ছি। এখন মনে হচ্ছে তিনি ৭১ এর বার্তা প্রধান না হলে এই বিপদে পড়তেন না। কেউ বা কারা ওৎ পেতে বসেছিলেন, কখন এরকম একজন তৃণার খোঁজ পাওয়া যাবে। তাঁকে ব্যবহার করে চুড়ান্ত হয়রান করা হবে পুরো ৭১কে। আমাদের অনুসন্ধানের অংশ হিসাবে প্রেসব্রিফিং এর পর একজন রিপোর্টারের সঙ্গে তৃণার কথকোপথন আমাদের কাছে এসেছে। সেখানে তিনি ওই রিপোর্টারকে মুখস্ত বলছিলেন কোন কোন টেলিভিশন এসেছিল কাভার করতে। কে সমন্বয় করেছে প্রেস ব্রিফিং। এমনকী কোন টেলিভিশনের কোন নিউজে কখন খবরটি প্রচার হচ্ছে? পূর্বপরিকল্পনা না থাকলে তিনি কিভাবে জানলেন এত কিছু? আমরা সেই কীভাবে’র উত্তর খোঁজার চেষ্টা করছি। প্রতিপক্ষ রোধে আমরা এবার আইনের পথেই হাঁটবো।”

SHARE