উন্নত পুলিশি সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়াই মূল লক্ষ্য,এসপি সাইফুল ইসলাম

 

 

মনজু ইসলাম।। ভোলায় শহর ও যানবাহন শাখা পুলিশ সদস্যদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ এর আয়োজনে আজ (০৪ নভেম্বর) বৃহস্পতিবার রাতে পুলিশ অফিস সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অপরাধ )মোহাম্মদ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ভোলা জেলার শহর ও যানবাহন শাখা সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভার শুরুতে ভোলা শহর ও যানবাহন শাখার পক্ষ থেকে পুলিশ সুপার সাইফুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত শহর ও যানবাহন শাখার সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন। তিনি পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে ভোলা টু দক্ষিন আইচা মহাসড়ক এবং জেলা শহরের গুরুত্বপূর্ন প্রতিটা স্থানে যানজট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি এবং জনসাধারনের আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশি সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত শহর ও যানবাহন শাখার সদস্যদের ট্রাফিক আইন প্রয়োগে জনসাধারনের সহিত উত্তম ব্যবহার করার নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি শহর ও যানবাহন শাখার সদস্যদের সমস্যা,ও অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ সময় পুলিশ পরিদর্শক শহর ও যানবাহন শাখা, ভোলা সহ শহর ও যানবাহন শাখার সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

SHARE