ভোলায় চকোলেট পার্টির ছিনতাই, হাসপাতালে আহত জাকারিয়া

 

এম. ইমরান হোসাইন সদর প্রতিনিধি ।।  কুন্জেরহাট থেকে ২.৩০ টার সময় বাস যোগে ভোলা সদরের উদ্দেশ্যে রওয়ানা করেন কোম্পানির (কসমেটিক্স) এস আর মোঃ জাকারিয়া। জাকারিয়ার সাথে ছিল কোম্পানির কসমেটিক্স মালামাল ও নগদ প্রায় ১৬,০০০/- টাকা। পিছনের একটি সিটে বসে সে। তৎক্ষণাৎ তার পাশেই বসে ২ জন অজ্ঞাত ব্যক্তি। তারা জাকারিয়া কে তার মালের ব্যপারে জানতে চাইলে সে বলে আমি কসমেটিক্স কোম্পানির এস আর। সেই সুযোগে তারা জাকারিয়া কে একটি চকোলেট দিয়ে বললো, খেয়ে দেখো এটা আমাদের কোম্পানির। চকোলেট টি খেতে সে অপারগতা প্রকাশ করলেও অজ্ঞাতদ্বয় তাকে এর গুনগুন মান বুঝিয়ে উচ্চ বেতনে চাকুরীর কথা বলে। অতঃপর সে চকোলেট টি খায়। তারপর থেকে সে আর কিছুই জানেনা। ভোলা আসার পর যখন গাড়ীর ষ্টাফরা দেখলো সে অচেতন অবস্থায় বসে আছে এবং আশপাশে ছড়ানো ছিটানো কিছু কসমেটিক্স পণ্য। তখন তারা ব্যপারটি বুজতে পারে এবং নানা উপায়ে চেষ্টার পর তার কিছুটা জ্ঞান ফেরে। বহুবার চেষ্টার পর জাকারিয়া তার পিতার সঠিক ফোন নাম্বার বলতে সক্ষম হলে গাড়ীর ষ্টাফরা তার পিতাকে ফোনে সব ঘটনা জানায়। তাৎক্ষণিক তার পিতা সেখানে গিয়ে ছেলের অবস্থা দেখে তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায় এবং পুরুষ ওয়ার্ডে ভর্তি করে। জাকারিয়ার বড় ভাই আব্দুল্লাহ রাশেদ ভোলা নিউজ কে জানায় তার ভাইর কাছ থেকে একটি এন্ড্রোয়েট স্যামসাং এম ০২, যাহার মূল্য প্রায় ১০,০০০/- টাকা, কোম্পানির কিছু মালামাল ও কোম্পানির কালেকশনের ১৬,০০০/- নিয়ে যায়। জাকারিয়া এখন ভোলা সদর হাসপাতালে পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছে।

SHARE