চরফ্যাসনে দোকান ভিটার দখল নিতে ভাড়াটিয়া কর্তৃক মালিকের উপর হামলা

 

নাজিম উদ্দীন চরফ্যাশন প্রতিনিধিঃ  ভোলার চরফ্যাসনে দোকান ভিটার দখল নিতে ভাড়াটিয়া কর্তৃক মালিক পক্ষের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ৷ উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে আবুল কালাম মেম্বার দীর্ঘদিন ভাড়াকৃত দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন৷ একটি কুচক্রী মহলের প্রচারনায় তিনি কিছুদিন যাবত ভাড়ায় থাকা দোকান টির ভিটার মালিক দাবি করে আসছেন৷ প্রকৃত ভিটার মালিক আবুবকর সিদ্দিক গংদের উপর ভয়ভীতি দেখানোর জন্য সন্ত্রাসী হামলা চালিয়ে ৭ জনকে গুরুতর আহত করার অভিযোগও করেছেন ভাড়াটিয়া আবুল কালাম মেম্বার এর বিরুদ্ধে৷ রবিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় চেয়ারম্যান বাজার উক্ত দোকানের সামনে মালিক পক্ষ দোকান ভাড়া চাইতে গেলে এই হামলার ঘটনা ঘটে৷ আবুল কালাম মেম্বার পূর্বপরিকল্পিত ভাবে দোকানের মালামাল অন্যত্র সরিয়ে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভিটার মালিক আবুবকর সিদ্দিক গংদের উপর এমন ন্যক্কারজনক হামলা চালিয়েছেন বলে জানা যায়৷ আবুল কালাম বাহিনী কুপিয়ে এবং লাঠিপেটা করেই ক্ষ্যান্ত হয়নি৷ উল্টো দোকান মালিক গংদের বিরুদ্ধে মালামাল লুটের মামলা দেয়ার হুমকিও দিয়েছেন বলে জানান ভুক্তভোগীরা৷ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চরফ্যাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ এ ঘটনায় শশিভূষণ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবুবকর সিদ্দিক৷

SHARE