শাহীন আফসারের ১৫ ই আগস্টের কবিতা, অভাগা বাঙ্গালী

শাহীন আফসারঃ

আজ আগস্ট মাস, বাঙ্গালী জাতির জন্য শোকাবহ মাস।
আর বজ্রকন্ঠে স্বাধীনতার ডাক দিয়েছেন যিনি, তাঁর জীবনাবসানের মাস😭
আমরা বাঙ্গালীরা হলাম দূর্ভাগা জাতি,
আমাদের কখনই হবে না সুদৃঢ় কোনো গতি!
যাঁর জন্য আমরা পেলাম বাংলাদেশ,
আর লাল সবুজের পতাকা।
তাঁকেই আমাদের গুলি করতে
বিন্দুমাত্র বুক কাঁপলো না!
তাই বলে ইতিহাসের পাতা
থেকেতো নাম মুছে যাবে না?
সেনা বাহিনীর কিছু বিপথগামী সদস্য
মসনদের লোভে,
বঙ্গবন্ধুকে স্ব পরিবারে হত্যা করলো!!
বাঙ্গালী জাতির স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবকে
হত্যার মধ্য দিয়ে বাঙ্গালী বিশ্বের কাছে,
নিজেদের আত্মঘাতী চরত্রই তুলে ধরলো!
১৯৭৫ সাল ১৫ ই আগস্ট হারিয়েছে
বাঙালী জাতি হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান,
জাতির জনক শেখ মুজিবর রহমানকে। 💔
আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি,
আল্লাহ্ যেনো জান্নাতের সর্বশ্রেষ্ঠ স্থানে অধিষ্ঠিত করেন
স্ব পরিবারে বঙ্গবন্ধুকে।।

01/08/2021

SHARE