শাহীন আফসারের কবিতা ছিঃ ” সত্য ঘটনা “

 

শাহীন আফসারঃ

স্পেশাল চাইল্ড মানে প্রতিবন্ধী,
তাদের নিয়ে রসিকতা!?
কে দিয়েছে নাট্যকারকে এই অধিকার?
যারা অভিনয় করেছে তারাইবা কোন জাতের!
স্ক্রিপ্ট দেখে কি সাইন করেনি!
এতই টাকার দরকার 🤔
প্রতিবন্ধীরা নাকি পাপের ফল
কে বলেছে নাট্যকারকে এই মাসালা?
যা নিয়ে সে লিখে ফেললো
বিশাল রচনা “সত্য ঘটনা”
আল্লাহ যাদের ভালোবাসেন
তাদেরই নাকি বিপদ দেন,
নাট্যকার কি তা জানেন?
নাট্যকার তো নির্দ্বিধায় নাটক লিখে ফেললো
তাদের নিয়ে,
নিজের কলুষিত ভাবনা দিয়ে😭
এই নাটক দেখে প্রতিবন্ধীদের মনে
যে ক্ষোভের সৃষ্টি হয়েছে 😡
তা কি ভাবে থামাবে এই বিকৃত মনের নাট্যকার?
একটুও কি অভিশাপ লাগেনি তার?
সে কি বিভিন্ন মনিষীর বই নাড়ে??
আমার মনে প্রশ্ন জাগে,
নাকি নিজেই লিখে নিজেই পড়ে?
এটাই এখন ভাবায় মোরে🤔

29/07/2021

বিঃ দ্রঃ কিছুদিন থেকেই এই নাটকটি নিয়ে স্পেশাল চাইল্ডদের বিভিন্ন প্রতিক্রিয়া আমায় মর্মাহত করেছে। অনার্স পড়ে একটি ছেলে মাকসুদ সেও একটু স্পেশাল তার কথায়ও আমি বেদনাহত হয়েছি😭 তাই এই নাট্যকারের প্রতি ঘৃণায় আমার এই কবিতা।।

SHARE