সোশ্যাল মিডিয়ায় মমতার রেকর্ড, রাতেই দিল্লি গেলেন অভিষেক

 

অনলাইন ডেস্কঃ ২১ জুলাই শহীদ সমাবেশের মঞ্চ থেকে দেয়া মমতা বন্দোপাধ্যায়ের ভার্চুয়াল ভাষণটি কার্যত রেকর্ড করলো। এ পর্যন্ত তৃণমূল কংগ্রেসের  অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার হয়েছে ৩৩ হাজার বার আর মমতা বন্দোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ২৩ হাজার বার। তৃনমূলের অফিসিয়াল পেজে প্রায় তিনলক্ষ কমেন্ট পড়েছে। মমতা বন্দোপাধ্যায়ের পেজে পড়েছে প্রায় এক লক্ষ কমেন্ট। ২০২০ সালে মমতার ২১ জুলাই এর ভাষণ একবছর ধরে ১৫ হাজার বার শেয়ার হয়েছে। আর মোট কমেন্টের সংখ্যা ১৬ লক্ষ ৮০ হাজার। ভিডিও শেয়ারিং-এ এবার রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গেছে। কমেন্টের ট্রেন্ডেও বোঝা যাচ্ছে, অতীতের রেকর্ড ম্লান হতে আর দেরি নেই।রেকর্ড ভাঙাভাঙ্গির  মাঝেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় দিল্লি উড়ে গেলেন বুধবার রাতেই।একই বিমানে দিল্লি গেছেন ইলেকশন স্ট্রাটেজিস্ট প্রশান্ত কিশোর। আজ বৃহস্পতিবার সাংসদ সুখেন্দু শেখর রায়ের বাসভবনে মধ্যাহ্নভোজে আমন্ত্রিত তৃণমূলের উভয় কক্ষের সাংসদরা। অভিষেক এবং পিকে সেখানেই তাদের মুখোমুখি হবেন। অভিষেক বুঝিয়ে দেবেন লোকসভা ও রাজ্য সভায় তৃণমূলে কি স্ট্রাটেজি হবে।

SHARE