ভোলার বোরহানউদ্দিন কোরবানির পশুর হাটে ক্রেতা কম, দাম বেশি

 

মিলি সিকদারঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার সংলগ্ন হারুন মিয়ার গরুর মার্কেটে গত কোরবানির ঈদে বিপুল পরিমান গরু বিক্রি হয়েছে। করোনা সংকটের কারনে এবার স্হানীয়ভাবে হাট বসতে দেরি হয়েছে। কোরবানির ঈদের বাকি মাএ ৪ দিন। শনি বার ১৭ জুলাই হারুন মিয়ার গরুর হাট ঘুরে দেখা যায়, বাজারে গরু থাকলও বেচাকিনা কম। সাধারনত যেসব মানুষের বাড়িতে জায়গা আছে এবং বোরহানউদ্দিনের আশপাশে কোরবানির গরু একটু আগে বিক্রি হয়। কিন্তুু কোরনা সংকটের কারনে এবার দেখা গেছে ভিন্ন চিএ। হারুন মিয়ার পশুর হাটে ক্রেতা হাতে গোনা। হারুন মিয়ার পশুর হাটে সিরাজ নামে এক ব্যাপারী জানান,করোনা সংকটের কারনে বাজার কেমন হবে বোঝা যাচ্ছে না। ফলে গৃহস্হের বাড়ি থেকে গরু সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। আারেক ব্যাপারি নাজিমুদ্দিন বলেন,আমরা সব সময় কসাইয়ের দরে গরু বিক্রি করি। সেই হিসেব কিছুটা পেটে ভাত চলে বলা যায়।আমরা একটা দিনের জন্য অপেক্ষা করি সেটা হলো কোরবানির ঈদ। এবার গো খ্যাদ্যের দাম বাড়ার কারনে এবার কোরবানি পশুর দাম চড়া।আমি এবার ২০টি গরু কিনেছি তেমন বিক্রি করতে পারিনি।এবার কি হবে আল্লাহ পাক জানে। গাহাক ( ক্রেতা) বাসা থেকে না বের হলে গরু কার কাছে বিক্রি করবো বলে আপসোস করলেন তিনি।

SHARE