সর্বাত্মাক লকডাউন, সিদ্ধান্ত পরিবর্তন

মোঃ আশরাফুল আলম # অদৃশ্য ভয়াল করোনা সংক্রমণের হার কমাতে সারা দেশে আগামী সোমবার ২৮ জুন/২০২১ থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করে তা আগামী বৃহস্পতিবার ১ জুলাই/২০২১ থেকে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। তবে সোমবার থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে।শনিবার ২৬ জুন/২০২১ রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন। সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।জানা গেছে, লকডাউনের সিদ্ধান্ত পরিবর্তন হলেও সোমবার থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। মার্কেট, হোটেল–রেস্তোরাঁসহ কিছু কিছু ক্ষেত্রে সীমিত পরিসরে লকডাউন শুরু হবে। এ সময়ে কিছু কার্যক্রম চালু থাকবে এবং ১ জুলাই/২০২১ থেকে সাতদিনের জন্য সর্বাত্মক লকডাউন শুরু হবে। সূত্রে জানা গেছে, চলতি বাজেট অধিবেশন ও বাজেট পাসের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিংও গুরুত্ব দেওয়া হয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব রোববার ২৭ জুন/২০২১ বিস্তারিত জানাবেন।

SHARE