বোরহানউদ্দিনে নির্বাচনী প্রচারণা করায় নারী প্রার্থী ও সমর্থকদের উপর হামলা

মিলি সিকদার ঃ বোরহানউদ্দিনে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সংরক্ষিত আসনে মহিলা মেম্বার পদপ্রার্থী আকলিমা বেগম নামে প্রার্থী নির্বাচনের প্রচার করতে নামায় প্রার্থী ও সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।এ ঘটনায় প্রার্থী ও তার সমর্থকসহ প্রায় ১৩ জন আহত হয়েছে। আহতদের স্হানীয়দের সহোযোগীতায় উদ্ধার করে স্হানীয় পর্যায়ে চিকিৎসা নিয়েছেন।গত কাল মঙ্গোলবার অভিযোগ করে আকলিমা বেগম বলেন বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার প্রার্থী আমি।আগামী ২১ জুন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি তার প্রতীক (বক) মার্কায় প্রচারণায় নামলে। তার প্রতিপক্ষ প্রার্থী সালেহা বেগম (তাল গাছ) মার্কায় প্রতিনিয়ত প্রান নাশের হুমকি ও বাধা প্রধান করেন। তাদের ভয়ে আমি প্রচারণায় নামতে সাহস পায়নি।পরে গত কাল সকালে স্হানীয় ভোটারদের সমর্থনে নির্বাচনী প্রচারণা নামি। দুপুরের দিকে সাচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বাবুর্চি বাড়ির সামনে আসলে প্রতিপক্ষ প্রার্থী সালেহা বেগমের ছেলে মোঃ রুবেল প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে আমাকে প্রচারণা না করে বাড়ি ফিরে যেতে বলে।আমি প্রতিবাদ করলে রুবেলের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী আমাকে সহ আমার সমর্থকদের রড,লাঠি ও হকিস্টিক দিয়ে মারধর করেন। পরে স্হানীয়রা আমাদের উদ্ধার করে স্হানীয়ভাবে চিকিৎসা প্রদান করেন।তিনি জানায় নির্বাচনে তার জনপ্রিয়তা দেখে সালেহা বেগম ষড়যন্ত্র করে যাচ্ছেন। নির্বাচন সুষ্ট ও নিরপেক্ষ হলে তিনি বিপুল ভোটে নির্বাচনে বিজয়ি হবেন। এজন্য তিনি জেলা নির্বাচন অফিসার ও প্রশাসনের সহযোগীতা দাবী করেন।উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম জানায় প্রার্থী লিখিত অভিযোগ করলে ব্যাবস্থা নিব।

SHARE