আসময়ে চলেগেলেন শিক্ষার ফেরীওয়ালা ভোলা নিউজের প্রধান সম্পাদক

ষ্টাপ রিপোর্টার ঃ বড় অসময়ে চলে গেলেন ভোলা নিউজ প্রধান সম্পাদক গত বছরের আজকের দিনে পুরো জেলার মানুষকে কাঁদিয়ে চলে গেলেন ভোলা নিউজের প্রধান সম্পাদক, শিক্ষার ফেরী ওয়ালা রফিক স্যার। দীর্ঘ সংগ্রামের পর রাজনৈতিক ও সামাজিক দৃঢ় অবস্থান তৈরী করে হটাৎ করে সবাইকে ছেড়ে বড় অসময়ে চলে চলে গেলেন সদা হাস্যজ্জ্বল এ মানুষটি। পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মুখে হাসি দেখতেই যে মানুষটি বেশি পছন্দ করতেন। রফিকের স্যার ১৯৯৪ সালে পরানগঞ্জ হাই স্কুলে ভর্তি হন। নাজিউর রহমান কলেজ থেকে এইচ এস সি। একদিকে জীবন সংগ্রাম অন্য দিকে পড়াশোনা, সবই তাঁর চলছিল সমানতালে। অল্প বয়সে বিয়েও করে ফেলেন তিনি। পরবর্তিতে ডিগ্রী কমপ্লিট করে অনেকেই যখন চাকরির খোঁজে ব্যস্ত, রফিক স্যার তখন ভোলার অন্ধকার তথা অভিশপ্ত ডোম পট্রি এলাকায় শিক্ষার আলো জ্বালাতে স্কুল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। পরবর্তিতে স্কুল প্রতিষ্ঠায়ও সফল হন এই সংগ্রামী মানুষটি। স্কুলের প্রধান হিসেবে অত্যন্ত সুনামের সহিত দায়িত্ব পালন করার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হবার পাশাপাশি স্বপ্ন দেখে মেডিকেল সায়েন্স কলেজ প্রতিষ্ঠার এবং তাতেও সফল হন এই স্বপ্নবাজ মানুষটি। শিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা রক্ষার সংগ্রামেও নিরলস ভাবে কাজ করে গেছে মৃত্যুর দিন পর্যন্ত, যার কিছু সাফল্য শিক্ষক সমাজ লাভ করেছেন। সংবাদ সম্পাদনায়ও অগ্রদূত ছিল রফিক ভোলা নিউজের প্রধান সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপশি ভোলার সকল সাংবাদিকদের প্রিয় ব্যাক্তিতে পরিনত হন তিনি। সর্বপরি বহু সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে এগিয়ে চলা আলোর দিশারী রফিক স্যারের বড় আসময়ে চলে যাওয়া আমাদের সমাজের জন্য তথা দেশের জন্য অপূরনীয় ক্ষতি বলে মনে করছেন ভোল নিউজ পরিবার।
রফিক স্যার আজ আর আমাদের মাঝে নেই। তবে রফিক স্যার আমাদের মাঝে সারাজীবন বেচে থাকবেন শিক্ষার ফেরী ওয়ালা হয়ে। পরোপকারী এ মানুষটি যে দিন কারও জন্য কিছু করতে পারতেননা সে দিন হয়তো বাসায় গিয়ে তার ঘুমাতেও কষ্ট হতো। মহান আল্লাহ এই আলোর ফেরিওয়ালাকে জান্নাতের প্রসংশিত স্থান দান করবেন এমনটাই প্রত্যাশা ভোলা নিউজ পরিবারের।

SHARE