বেড়িবাঁধ উপচে নিম্নাঞ্চলে ঢুকছে জোয়ারের পানি

অনলাইন ডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দেশের উপকূলীয় এলাকার নিম্নাঞ্চলগুলোতে বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়েছে। আজ মঙ্গলবার সকালে বঙ্গপসাগরের তীরবর্তী এলাকা রাঙ্গাবালী উপজেলায় বেড়িবাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। জানা যায়, সকাল ৮টার দিকে হঠাৎ জোয়ারের পানি বেড়ে বেড়িবাঁধ ভেঙে এ উপজেলার চরআন্ডা, কাউখালী, খালগোড়া বাজার, কোড়ালিয়া, চালিতাবুনিয়া অঞ্চলে পানি ঢুকে পড়েছে। ঘূর্ণিঝড়টি কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। ঝড়ো হাওয়ার আকারে এর গতি ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ফলে সাগর বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। এরই মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করা সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়টি আগামীকাল বুধবার বিকেল বা সন্ধ্যার দিকে আরও শক্তিশালী হয়ে ভারতের উত্তর ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের মাঝামাঝি যেকোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন না হলে এটি সরাসরি বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনা কম।

SHARE