এদের এতো ক্ষমতার উৎস কি যে প্রসাশনকেও তোয়াক্কা করেনা!!

মনপুরা প্রতিনিধি ঃ গতকাল মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামিম মিয়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাত্রা অতিরিক্ত ভারা আদায়ের কারনে মনপুরা টু চরফ্যাশনে নৌ রুটের লঞ্চ কর্তৃপক্ষকে নগদ ৪০,০০০ টাকা জরিমানা করে এবং মাথাপিছু ভারা নির্ধারণ করে দেন ৮০ টাকা। কিন্তু একদিন না যেতেই আবারো ১২০ টাকা করে ভারা আদায় করে যাত্রীদের কাছ থেকে!! এমনকি অনেক যাত্রীরা ১২০ টাকা ভারা দিতে অস্বীকৃতি জানালে মাঝপথ থেকে লঞ্চ ঘুরিয়ে পুনরায় বেতুয়া ঘাটে নিয়ে যায়!!এই জুলমের শেষ কোথায়???ভোলা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, মনপুরা ও চরফ্যাশনের উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রসাশক মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি। রক্তচোষা লঞ্চ মালিক কর্তৃপক্ষের শোষণের হাত থেকে চরফ্যাশন ও মনপুরা এই দুই উপজেলার মানুষ যেন অচিরেই মুক্তি পেতে পারে তার পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ করছে সাধারণ যাত্রীরা

SHARE