ফের ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন,খোলা থাকবে গার্মেন্টস

অনলাইন ডেস্কঃ-
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান এক সপ্তাহব্যাপী লকডাউনের মেয়াদ আগামী ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো তবে খোলা থাকবে গার্মন্টস ফেক্টরী। আগের সপ্তাহে লকডাউনে যে নির্দেশনা ছিল এবারও তাই থাকছে। এ শর্তে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ চলমান লকডাউনের মেয়াদ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানোর পরামর্শ দেয় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এরপরই গতকাল মন্ত্রীপরিষদ সচিবের সভাপতিত্ব বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দেশে করোনাভাইরাস সংক্রমণের অবস্থা ও প্রতিরোধে গৃহীত পদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সারাদেশে কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ ও ক্রমবর্ধমান মৃত্যুতে সভা উদ্বেগ প্রকাশ করে। সরকার ইতিমধ্যে ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। কিন্তু জাতীয় কারিগরি পরামর্শক কমিটি কমপক্ষে দুই সপ্তাহের জন্য পূর্ণ লকডাউন সুপারিশ করেছিল। কেননা, দুই সপ্তাহের কম লকডাউনে কার্যকর ফলাফল আশা করা যায় না।

SHARE