বোরহাউদ্দিনে হাসপাতাল ও ফার্মেসিতে ডায়রিয়ার স্যালাইন নেই” আতংকে রোগিরা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে গত কয়েকদিন যাবত বাড়ছে ডায়রিয়া রোগী। তাদেরকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্স। হাসপাতালে থাকা সরকারের বরাদ্ধ কৃত ডায়রিয়া স্যলাইল শেষ হয়েছে বৃহস্পতিবার সকালে। সাথে সাথে উপজেলার ফার্মেসি গুলোতেও নেই ডায়রিয়া স্যলাইন। হাসপাতালে ডায়রিয়া জনিত রোগে ভর্তি হওয়া রুগিরা ডায়রিয়া স্যলাইনের জন্য হাহাকার করছেন। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা যায়। থেমেনেই হাসপাতালে ডায়রিয়া রোগি আসা। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস ডাঃ তপতি চৌধুরী জানান, গত কয়েকদিন যাবত ডায়রিয়া জনিত কারনে হাসপাতালে প্রচুর রোগী ভর্তি হয়েছে। হাসপাতালে থাকা ডায়রিয়া (কলেরা) স্যলাইন তাদেরকে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালে স্যলাইন নেই। এবং হাসপাতালের সামনে থাকা ফার্মেসিতেও ডায়রিয়া স্যলাইন নেই। আমরা কয়েক জন রোগীকে ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছি।

SHARE