মামুনুল হককে অপদস্তের জেরে ছাতক থানায় হামলা

 

 

অনলাইন ডেস্কঃ হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে অপদস্তের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতার মিছিল থেকে সুনামগঞ্জের ছাতক থানায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার দিকে এ হামলায় ৭ পুলিশসহ আহত হয়েছেন ১০ জনের অধিক। হামলা চলাকালে ছাতক পৌরশহরে আতংকিত হয়ে পড়েন সাধারণ মানুষজন। স্থানীয়রা জানান, ইট-পাটকেলের আঘাতে পুলিশ সদস্যরা আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।ওসি শেখ নাজিম বলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটক হয়েছেন- এমন খবরে শহরে বাস স্টেশন রোড এলাকায় মিছিল বের করে কিছু লোক। মিছিলকারীরা শহরের কিছু এলাকায় ভাঙচুর চালায়। শহরে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। সুরমা নদীপাড় হয়ে যাওয়ার সময় থানা ভবনেও ইটপাটকেল নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা।হামলায় থানা ভবনের সেবা চত্বরের গোলঘর ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪০ রাউন্ড টিয়ারশেল ছুঁড়ে জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

SHARE