ভোলায় জমকালো আয়োজনে শেষ হলো মেয়েদের ক্রিড়া উৎসব

 

মনজু ইসলামঃ

ভোলায় মহিলা ক্রিড়া সংস্থার আয়োজনে এবং জেলা পরিষদের ব্যাবস্থাপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২ দিন ব্যাপী মেয়েদের ক্রিড়া প্রতিযোগিতা ৩ দিন আগেই শেষ হয়েছে।

২৮ মার্চ এ্যথলেটিক্স ও পুরস্কার বিতরণীর মধ্যদিয়ে বন্যাঢ্য এ প্রতিযোগিতর সমাপনী অনুষ্ঠান হবার কথা থাকলেও করোনার প্রকোপ বারায় ৩ দিন আগেই গতকাল ২৪ মার্চ শেষ হয়েছে।
ভলিবল ইভেন্টের মধ্য দিয়ে ক্রিড়া উৎসব শুরু হলেও এতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা, ক্রিকেট, এ্যথলেটিক্সসহ ৪ টি ইভেন্টে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করছে।
২৪ মার্চ সকালে দিনব্যাপী এ্যথলেটিক্স এর জমকালো উদ্বোধন শেষে সন্ধায় পুরস্কার বিতরণের মধ্যদিয়ে জেলা পরিষদের ব্যাপস্থাপনায় ৯ দিনের এই সফল আয়োজনের পরিসমাপ্তি ঘটে। ভোলা মহিলা ক্রিড়া সংস্থার এই অনন্য আয়োজনে শাহীন আফসারের সভাপতিত্বে প্রধান অতাথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক লিপিয়া খানম, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাফিয়া খাতুনসহ অনেকেই এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

SHARE