ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষে আবৃত্তি ও আলোচনা সভা

 

 

মোঃ আরিয়ান আরিফঃ ভোলায় বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ভোলা জেলা পরিষদ প্রাঙ্গনে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এর সহযোগীতায় মুজিব শতবর্ষ বাস্তবায়ন কমিটির সাংস্কৃতিক উপকমিটির ওয়াকিং কমিটির আয়োজনে বাংলাদেশের সকল জেলায় একযোগে আবৃত্তি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতখান আবু আবদুল্লা সরকারি কলেজের প্রভাষক ও আবৃত্তি শিল্পী সাংবাদিক আসমা আক্তার সাথীর সঞ্চালনায় ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাররণ সম্পাদক এনামুল হক আরজু, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যুগান্তর ও আরটিভির প্রতিনিধি অমিতাভ রায় অপু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু প্রমুখ। অনুষ্ঠানে ভোলা জেলার সেরা ১০ জন আবৃত্তি শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে লেখা কবিতা আবৃত্তি করেন। এছাড়া ৬৯ এর গণ অভুথ্যান এর মহানায়ক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ও ভোলা ১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ এর কন্যা ডা. তাসলিমা মুন্নি এর লেখা ‘‘ আমার বাবা’’ কবিতাটি আবৃত্তি করেন জেলা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাররণ সম্পাদক এনামুল হক আরজু।

SHARE