ভোলায় জাতীয় শিশু দিবস পালিত

 

 

 

আরিয়ান আরিফঃসেন্টার ফর রুরাল সাভির্স সোসাইটি
(সিআরএসএস) এর চাইল্ড ফোকাস্ড কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্প ভোলা সদর(সিএফসিডিপি) কর্তৃক আয়োজিত কে এম এইচ বাংলাদেশ এর সহায়তায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা এবং শিশুদের চিএাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ মার্চ) সকালে অদ্য ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিন সদুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে র হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার ৩০ জন শিশুসহ সি.এল.এ এর ২০ জন নারীনেত্রী অংশগ্রহণ করেন।এসময়, মো: আবুল কাশেম হাওলাদার (০৯নং ওয়ার্ড) ইউপি সদস্য এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস ফরিদা ইয়াসমিন (প্রধান শিক্ষিকা) ৫৩নং দক্ষিন সদুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন মিঃ এলবার্ট শোভন (প্রজেক্ট অফিসার), বিশেষ সহযোগিতায় ছিলেন মো: রাশেদ খান,প্রজেক্ট অফিসার, সি.এফ-
রুবিনা ইয়াসমিন, তারেক, জহুরা বেগম।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী এবং শিশু দিবসের গুরুত্ব নিয়ে আলোচনা করেন সি.এল.এ-সদস্য সোনিয়া আক্তার, রহিমা বেগম, সি.এফ- রুবিনা ইয়াসমিন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- আজকের শিশু, আগামীর ভবিষ্যত। শিশুকে সত্য ও সুন্দর সম্পর্কে জানাতে হবে। মতামতের গুরুত্ব দিতে হবে। সভাপতি বলেন- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুদের খুব ভালবাসতেন। তাই তার আদর্শে শিশুদের জীবন গড়ে তুলতে হবে। অতপর: শিশুদের মাঝে পুরষ্কার বিতরন করা হয় । পরিশেষে, সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা।

SHARE