নিষ্পাপ জ্যাকব — দুদক

 

মাসুদ পাটওয়ারীঃ

সময়টা ভালো যাচ্ছিলোনা ভোলা ৪ আসনের এমপি জ্যাকবের। মধুমতি ব্যাংক কেলেংকারিসহ  নানা সংকটে কাটছিলো সময়। এই বেরহম সময়ের মধ্যে দুদকের এক চিঠিতে হালে টনিক পেয়েছেন ভোলার চরফ্যাশনের এ মুকুট বিহীন নেতা। চিঠিতে জ্যাকবকে নিরপরাধ বলছেন দুদক।
ভোলা ৪ আসন তথা চরফ্যাশন-মনপুরার  সংসদ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন(দুদক)। ফলে জ্যাকবের বিরুদ্ধে থাকা অভিযোগ পরিসমাপ্ত করেছে সংস্থাটি। সম্প্রতি মন্ত্রীপরিষদ সচিব বরাবর পাঠানো একটি চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। ২৮.০১.২০২১ তারিখে সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার চিঠিটি সাইন করলেও ১৮ ফেব্রুয়ারী চিঠিটি দুদকের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এর আগে জ্যাকবের অবৈধ সম্পদের বিষয়ে অভিযোগ তুলে প্রতিবেদন প্রচার করেছিলো কয়েকটি অনলাইন পত্ররিকা ও একটি ইউটিউব চ্যানেল। দুদক বলেছে অভিযোগ অনুসন্ধানে প্রমাণিত না হওয়ায় তা পরিসমাপ্ত করা হয়েছে।
তদন্ত শেষে সত্যের জয় হওয়া মনে করে আনন্দে মেতেছেন জ্যাকব সমর্থকরা।

SHARE