ভোলার ১২ ইউনিয়নের নির্বাচন ১১ এপ্রিল

 

 

 

আরিয়ান আরিফঃপ্রথম ধাপে ৩৭১ ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১১ এপ্রিল এই ভোট অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১৮ মার্চ। আর প্রার্থী বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহার ২৪ মার্চ।বুধবার (৩ মার্চ) তফসিল ঘোষণা করলেও তালিকা প্রকাশ করেনি নির্বাচন কমিশন।যেসব ইউপিতে ভোট হচ্ছে তার মধ্য রয়েছে ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর ও সাচরা। তজুমদ্দিনের চাঁদপুর, চাচরা ও সম্ভুপুর। চরফ্যাশনের চরমাদ্রাজ, চরকলমি, হাজারীগঞ্জ, এওয়াজপুর ও জাহানপুর। মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া। প্রসঙ্গত, আইন অনুযায়ী আগামী ২১ মার্চের মধ্যে সাড়ে ৭শ’ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না থাকায় মার্চে ভোট হবে না। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তফসিল ঘোষণা করবে ইসি। ৩ মার্চ তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবার নতুন করে গাজীপুর জেলার কিছু ইউনিয়ন যুক্ত হয়েছে।

SHARE