বেনু’র কাছেই হারতে হলো অবিনাশ নন্দিকে

 

 

টিপু সুলতানঃ

একজন বেনু পালের কাছেই হারতে হলো ভোলার হালের রাজনিতির নতুন সেনসেসন ও ভোলার পৌর নির্বাচন জুরে চমক দেখানো অবিনাশ নন্দিকে। বেনু পাল, একজন কৃতি ফুটবলার ও ক্রীড়া সংঘঠক। ভোলা পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা। সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে ১ নং ওয়ার্ড তার কিছুটা প্রভাব রয়েছে। সেই প্রভাব কে কাজে লাগিয়েই অবিনাশ নন্দিকে পরাজিত করে সামান্য ভোটে মঞ্জুরুল আলমকে জিতিয়েছেন বেনু পাল।

ওই ওয়ার্ডে ৪২৬১ ভোটের মধ্যে ১১০০ হিন্দু ভোট রয়েছে। এই ভোট গুলোর মধ্যে বেনু পাল জানতো কারা মঞ্জুরুল আলমকে ভোট দিবে। আর কারা অবিনাশ কে দিবে। যারা মনজুরুল আলমকে ভোট দিবে কেবল মাত্র তাদেরকেই ভোট কেন্দ্রে আসতে দিয়েছেন বেনু পাল। বাকিদের কেন্দ্রে আসতে নিরুৎসাহিত কেরেছে। আর সংখ্যালঘু ভোট কম কাষ্ট হওয়ায় হেরে গেছেন অবিনাশ নন্দি। বাড়ি কেনার পরেও বানু ঘোষ ৬ বছর এবং ইলিয়াস বসার ১৯ বছর বিনা ভাড়ায় বেনু পালেরবাড়িতে থাকে, নাড়িকেল গাছ থেকে একটি ডাবও আনেন না বেনু পাল এভাবে ১ নং ওয়ার্ডের মানুষকে নিরবিচ্ছিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে এই প্রচার বিমুখ মানুষটি , করোনা কালীন সময়েও অসহায় মানুষকে ব্যাপক সহয়তা করেছেন বেনু পাল। মানুষ মারা গেলে বা গরিব অসহায়দের বিয়েতে বেনুপাল সামনে থেকে সহয়তা করেন নিঃস্বার্থ ভাবে। এছাড়া অসুস্থদের জন্য ডাক্তার ডাকা কিম্বা গভীর রাতে হাসপাতল পৌছানোসহ সহ নীরবে নির্ভৃতে সেবা দিয়ে যান গরিবের এই দেবদুত। প্রচার বিমুখ এ মানুষটি অল্প বয়সেই বিশ্বস্ত হয়ে উঠেন ১নং ওয়ার্ড বাসির। যার কারনেই সংখ্যালঘু ভোটার অধ্যুষ্যিত ওয়ার্ডে সংখ্যালঘু প্রার্থী হয়েও হেরে যান অবিনাশ নন্দি। আর এই পরাজয়ের পিছনে সংখ্যালঘু বেনু পালকেই কারন হিসেবে দেখছেন ভোলার ভোটের রাজনিতি বিশ্লেষকরা।্

SHARE