করোনার টিকা নিলেন তোফায়েল আহমেদ সহ তার স্ত্রী আনোয়ার আহমেদ

 

 

 

সিমা বেগমঃ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও তার সহধর্মিণী আনোয়ারা আহমেদ করোনা টিকা নিয়েছেন। শনিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সচিবালয়ের ক্লিনিকে তারা টিকা গ্রহণ করেন।
আতঙ্কের মধ্য দিয়ে মহামারির প্রায় এক বছর পার করার পর গত ২৭ জানুয়ারি দেশজুড়ে শুরু হয় করোনা টিকাদান কর্মসূচি। ওই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকাদানের উদ্বোধন করা হয়।এরপর গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু। ওই দিন রাজধানীর বিভিন্ন হাসপাতালে টিকা নেন সরকার ও প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরপর থেকে দেশব্যাপী বিভিন্ন পেশাজীবীসহ সাধারণ মানুষ টিকা গ্রহণ করছেন।দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমে সাড়া দিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পর্যন্ত ৪০ লাখ ৫৭ হাজার ৯০৫ জন নিবন্ধন সম্পন্ন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ওইদিন পর্যন্ত টিকা গ্রহণ করেছেন ২৮ লাখ ৫০ হাজার ৯৪০ জন। এর মধ্যে পুরুষ ১৮ লাখ ৫৬ হাজার ২৬৫ জন ও নারী নয় লাখ ৯৪ হাজার ৬৭৫ জন।

SHARE