ব্যানার-পোস্টারে ছেঁয়ে গেছে ভোলা পৌরসভা

 

 

 

টিপু সুলতান / আরিয়ান আরিফঃআসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা বেড়ে গেছে বিভিন্ন দলের সমর্থকদের মাঝে।ভোলা শহরের বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে বিভিন্ন প্রতীকের পোস্টার। দেখে মনে হচ্ছে এ যেন পোস্টারের শহর। জানা যায়, আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা জেলার অন্যতম ভোলা পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের মোহাম্মদ মনিরুজ্জামান (নৌকা), বিএনপির হারুন অর রশিদ ট্রুম্যান(ধানের শীষ), ইসলামী আন্দোলনের মাওলানা আতাউর রহমান (হাত পাখা), প্রতীক নিয়ে প্রতিদ্বন্দীতা করছেন। এছাড়াও ৯টি ওয়ার্ডে ৩৭ জন কাউন্সিলর ও ৮ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দীতা করছেন। আর এ সকল প্রার্থীদের সমর্থকরা শহরের অলি-গলিতে পোস্টার দিয়ে ছেঁয়ে ফেলেছে।শহরের গাজীপুর রোড, মহিলা কলেজের সামনে,বাংলা স্কুল মোর,বরিশাল্লাই দালান মোর,শিষমহল মোড়, কালিনাথ বায়ের বাজার, নতুন বাজার,যুগিরখোল,কালি বাড়ী মোর,পুলিশ লাইন, দরগারোড, ইলিশা বাসস্ট্যান্ড,আলিয়া মাদ্রাসা গেট, ভোলা কলেজের সামনে,স্টেডিয়াম,পাখির পোল এলাকায় গিয়ে দেখা যায়, সকল প্রার্থীর সমর্থকরা রশির সাথে পোস্টার বেধে ঝুলিয়ে দিয়েছে। যেদিকে দু-চোখ যায় সেদিকেই শুধু পোস্টার আর পোস্টার। দেখে মনে হচ্ছে এ যেন পোস্টারের শহর।এ ব্যাপারে কয়েকজন উৎসুক সমর্থক জানান, পৌরসভা নির্বাচন হলো স্থানীয় নির্বাচন। এ নির্বাচন আমরা খুবই উপভোগ করি। পোস্টার ছাড়া প্রার্থীর প্রচারনা সম্ভব না। তাই আমরা বিভিন্ন এলাকার অলি-গলিতে আমাদের পছন্দের প্রার্থীর পোস্টার ঝুলিয়ে দিচ্ছি। এতে করে প্রার্থী, কর্মী ও সমর্থকদের মাঝে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়।

SHARE