একই গর্তে ঝাকি খায় ভোলার ৩ মহারথী

 

বিশেষ প্রতিনিধিঃ

ভোলার ৩ মহারথী জেলা জজ বাহাদুর, জেলা প্রশাসক, পুলিশ সুপার এই তিন জনের সাথে সকল মহারথী ই কম পক্ষে প্রতিদিন নিয়ম করে দুই বেলাই ঝাকি খান ভোলা শহরের জিরো পয়েন্টে। মাত্র ৩০ হাত রাস্তায় বড় বড় কয়েকটি গর্তে ভোলার বিষ ফোড়া হয়ে দাড়িয়েছে এই রাস্তাটি। প্রতিদিন মাত্রী সদনে আসা সন্তান সম্ভবা মা’দের পেটের বাচ্চা পরে যাবার উপক্রম হচ্ছে। পৌর নির্বাচনের তফসিল ঘোষনা হওয়ায় হয়তো মেয়র সাহেব এই রাস্তাটি সংস্কার কাজ করতে পারছেন না তাই বলেকি ভোলার উল্লেখযোগ্য এই কর্তা ব্যক্তিরা এই ৩০ হাত জায়গার ২০টি গর্ত সংস্কার করতে পারছেন না এতে হতাশা প্রকাশ করেছেন গ্রাম থেকে জেলা শহরে আসা সাধারন কর্মজীবী মানুষ। তাদের কথা হলো ভোলার ব্যস্ততম এই সড়কটি দীর্ঘ মাস থেকে এমন বেহাল দশা দেখেও কেন এই রাস্তাটির সংস্কার হয়নি তা নিয়ে হতাশ পুরো জেলার জনগন।সাধারন মানুষের দাবী ভোলা সরকারী স্কুলের পোলের নিচ থেকে থানার মোড় পর্যন্ত এই রাস্তাটি সংস্কার করে ভোলার স্কুল ছাত্র ছাত্রি ও সাধারন মানুষের চলাচলের উপযোগি করে দিবেন কর্তা ব্যাক্তিরা  এমনটিই দাবী ভোলার মানুষের।

SHARE