ভোলায় নদী ভাঙ্গন বন্ধে মুসল্লিদের দোয়া মোনাজাত অনুষ্ঠিত

 

 

মনজু ইসলামঃভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের মানুষের অন্যতম একটি বড়ো সমস্যা নদী ভাঙ্গন। দিনে দিনে নদী ভাঙ্গনের কারনে হাজার হাজার মানুষ হারিয়েছে তাদের বসত ভিটা ও ফসলী জমি। ভেদুরিয়া ইউনিয়নের পাশেই বহমান তেতুলিয়া নদী। গতদেড়যুগ ধরে অতিষ্ঠ ভেদুরিয়ার মানুষ। ভেদুরিয়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডের পাশ দিয়েই তেতুলিয়া নদী। মেঘনার জন্য সরকারের বাজেট থাকলেও তেতুলিয়ার জন্য নেই বললেই চলে। এ কারনেই গত বছর উজানের পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙ্গনে অতিষ্ঠ ৪,৫,ও ৬ নং ওয়ার্ডেের মানুষ।ইতিমধ্যে নদীর গর্ভে বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে অসহায়ত্বের জীবন যাপন করছেন হাজার হাজার পরিবার।নিরুপায় হয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তেতুলিয়া নদীর ভাঙ্গন বন্ধে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। আজ রবিবার সকাল১০টায় ইউপি সদস্য খলিলুর রহমান নলী’র উদ্যোগে চর চটকি মারা খেওয়াঘাট এলাকায় এই দোয়া-মুনাজাতের অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, ভেদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন পাটোয়ারী,১নং ওয়ার্ড ইউপি সদস্য আবুল বাশার,চেয়ারম্যানের বড়ো ছেলে জুয়েল মাস্টারসহ বিভিন্ন মাদ্রাসার ছাত্রসহ ধর্মপ্রাণ মুসল্লিরা ও এলাকাবাসীর উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা হাফেজ মাওলানা কারিমুল্লা।

SHARE