ভোলায় বিয়ে পাগল আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে বিক্ষোভ

 

 

সিমা বেগম, ভোলাঃভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সম্ভব্য মেম্বার প্রার্থী রফিক খন্দকার এর বিয়ে পাগলামি দেখে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসা থেকে এলাকাবাসী মিছিলটি শুরু করে ভোলা লক্ষ্মীপুর সড়কে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিলে এলাকাবাসী দাবী করেন, সম্ভব্য মেম্বার প্রার্থী এবং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি রফিক খন্দকার কোন কাজকর্ম করেন না, যেখানে যায়, সেখানেই একটি বিয়ে করেন।গত কয়েকদিন আগে তালাক দিয়ে এখন আবার সেই মহিলা কে নিয়ে সংসার করেন।এলাকাবাসী বলেন, আমরা প্রতিবাদ করলে তিনি মামলার ভয় দেখিয়ে চুপ রাখেন।এখন এলাকার যুব সমাজ দিনদিন খারাপ হয়ে যাবে, একজন সমাজ প্রতিনিধির এমন বিয়ে বাণিজ্যের কারনে তাই আজ আমরা রাস্তায় বিক্ষোভ মিছিল করতে নেমেছি।বিক্ষোভ মিছিলকারী রুবেল বলেন, আমরা জননেতা তোফায়েল আহমেদ এমপি মহোদয় সহ জেলা আওয়ামীলীগ নেতাদের এবং প্রশাসনের কাছে জোর অনুরোধ জানাচ্ছি রফিক খন্দকার এর এই বিয়ে বাণিজ্য বন্ধ করার জন্য।এই বিষয়ে উম্মে কুলসুম হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা নুরনবী বলেন, আমরা শুনেছি তবে এটা দুঃখজনক।ওই ওয়ার্ড আওয়ামীলীগ সসম্পাদক ইউসুফ পাটোয়ারী বলেন, আমি শুনেছি তালাক দিছে আবার সেই বৌ নিয়ে সংসার করে।এই বিষয়ে রফিক খন্দকার বলেন, আমি একটা কেনো ২০ টা বিয়ে করবো কার কি? বেশি বাড়াবাড়ি করলে মানহানি মামলা দিয়ে দিবো সব সালা কে, যারা মিছিল করেছে তাদের ভিডিওটা রেখে দিন, আপনাদের খরচ দিবো। তবে যেই মহিলার সাথে তালাক হয়েছে সেই মহিলার বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যাইনি।এই বিষয়ে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন বলেন, আমাকে কেউ এখনো অভিযোগ করেনি

SHARE