লালমোহনে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে ঘর চুরি ৬জন অচেতন

 

 

 

মাসুদ রানা ভোলা জেলা দক্ষিণ প্রতিনিধিঃভোলার লালমোহনে গোপনে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক পরিবারের শিশু সহ ৬জনকে অচেতন করে দুর্ধর্ষ ঘর চুরির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালমা ইউনিয়নের চর লক্ষী গ্রামের ৮নং ওয়ার্ডে নাপিত বাড়িতে ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।জানা যায়, প্রতিরাতের মত খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন নাপিত বাড়ির সেরাজল হকের স্ত্রী সহ পরিবারের সদস্যরা। সকালে বাড়ির পাশের লোকজন ঘুম থেকে উঠলেও তারা ওঠেনি। বিষয়টি পাশবর্তী লোকজনের নজরে পড়লে তারা এসে ডাকাডাকি করে। সাড়া না পেয়ে তারা ঘরে ঢুকে দেখে সবাই অচেতন। পরে স্থানীয় লোকজন সেরাজল, মাহে আলম, পারবেজ, ইব্রাহিম, সুরমা ও হাচন বানুকে উদ্ধার করে ডাওরী বাজারে উপসহকারী কমিউনিটি সেন্টারে নিয়ে আসে।এ সময় সেরাজল হকের স্ত্রী হাচন বানু বললেন আমার ঘরে পাশে সোহাগ এসেছিল আমি তাকে দেখতে পাই তখন সে পালিয়ে যায় আমাদের পাশের বাড়ির সোহাগ তার সাথে এর কিছুদিন আগে ঝগড়া হয়েছিল আমাদের বাড়ির পাশে কলী চাষ করছে তার কলি খেতে আমাদের গরু ছাগল খেতে গিয়ে পড়লে তার সাথে ঝগড়া হয় সেই ঝগড়ার জের ধরে এই কাজ করছে।তারা চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী হাচন বানু বলেন চোর চক্র নগদ ২০ হাজার টাকা, এক বড়ি স্বর্ণালংকার ও মালামাল নিয়ে যায়। এ বিষয়ে ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদার বলেন, ঘটনাটি শুনেছি। এর আগেও আমার ওয়ার্ডের নকড়ি বাড়ি ও কয়েকটি বাড়িতে এরকম আরো ঘটনা ঘটেছে। চক্রটি ধরার জন্য আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।এই বিষয়ে সোহাগের সাথে মুঠোফোনে কথা হলে সোহাগ বলেন আমি এই বিষয়ে কিছু জানি না আমার সাথে তাদের কোনো শত্রুতা নেই।এই বিষয়ে লালমোহন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, আমার কাছে কেউ আসেনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

SHARE