ভোলার আঞ্চলিক ভাষায় আসিফ আলতাফের কণ্ঠে ‘জাইল্যার পুত’

 

 

আরিয়ান আরিফঃকণ্ঠশিল্পী আসিফ আলতাফের হাত ধরে এলো দ্বীপজেলা ভোলার গান ‘জাইল্ল্যার পুত’। গতকাল শুক্রবার সন্ধ্যায় আসিফ আলতাফের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। গানের কথার পাশাপাশি সুর ও কণ্ঠ দিয়েছেন আসিফ আলতাফ নিজেই। মিউজিক কম্পোজিশনে ছিলেন জামান। ভোলার দৃষ্টিনন্দন কিছু লোকেশনে স্থানীয় শিল্পীদের নিয়ে সোয়েব আহমেদের নির্দেশনায় নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। কোরিওগ্রাফি করেছেন আরিফ হোসেন শামীম। এক বিজ্ঞপ্তিতে ‘জাইল্ল্যার পুত’ প্রসঙ্গে আসিফ আলতাফ বলেন, ‘ভোলার আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম প্রফেশনাল গান এটি। আমি দীর্ঘদিন আধুনিক ও জীবনমুখী গান করেছি। খুব ইচ্ছে ছিল আমার জন্মজেলা ভোলার ভাষা নিয়ে একটি গান করব। সেই পরিকল্পনার প্রকাশ এটি। পুরো গানটি লিখেছি ভোলার ভাষায়। ভোলার ভাষায় গান হলেও গানের কম্পোজিশন করেছি স্প্যানিশ ব্লুজের মতো করে। ফলে গানটি শ্রুতিমধুর লাগবে বলে আশা করছি।’ মিউজিক ভিডিও নির্মাতা সোয়েব আহমেদ বলেন, ‘দ্বীপজেলা ভোলার আঞ্চলিক ভাষা পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলে শৈল্পিকভাবে দর্শককে কানেক্ট করা আমার জন্য অনেক বড় চ্যালেঞ্জ ছিল। শুধু এই কাজের জন্য আমি কয়েক বার ভোলা গিয়েছি। ভোলা সদরের সব এলাকা ও মানুষের আচরণ সম্বন্ধে ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এরপর শুধু শুটিংয়ের জন্যই দুবার ভোলা যেতে হয়েছে। ড্রোন ব্যবহার করে ভোলার দৃষ্টিনন্দন কিছু দৃশ্য তুলে আনার চেষ্টা করেছি। আশা করি, ভোলাবাসী এই গানে তাদের প্রিয় ভোলার ভাষাকে কিছুটা ভিন্ন আঙ্গিকে খুঁজে পাবে। ভোলার সামাজিক, পারিবারিক অনুষ্ঠানগুলোতে গানটি জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’ আসিফ আলতাফ গান করছেন প্রায় দুই দশক ধরে। আধুনিক গানের পাশাপাশি জীবনমুখী গান করেন তিনি।

SHARE