ভোলায় “শিশু হাসি” সংগঠনের শুভ উদ্ভোদন

 

ভোলা প্রতিনিধি ঃ আমরা যারা ছোট্ট শিশু,বড় হবো ঠিক আমরা হবো শিল্পী কবি,লেখক বৈজ্ঞানিক। এই স্লোগান কে সামনে রেখে ভোলা সদর উপজেলায় শিশু ও কিশোরদের নিয়ে একটি সমাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শুভ উদ্ভোদন হয়। ২৭ জানুয়ারি রোজ বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক এক সভায় পরিবেশ দূষণ ও মাদক বিরোধী লক্ষ্য উদ্দেশ্য নিয়ে “শিশুর হাসি”সংগঠনটি আত্ম- প্রকাশ করে। আনুষ্ঠানিক ভাবে “শিশুর হাসি” সংগঠনটির শুভ উদ্ভোদনী সভায় সভাপতিত্ব করেন,”ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সন্মানিত প্রধান শিক্ষক জনাব, দেলোয়ার হোসেন রাড়ী। এছারাও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিষয়ক কর্মকর্তা জনাব,আখতার হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব শফিকুল ইসলাম,সহ প্রধান শিক্ষক ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। উক্ত উদ্ভোদনী অনুষ্ঠানে অতিথি ও উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন- জনাব,মনির আহাম্মেদ(ফুটন্ত) পরিদর্শক,পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়। জনাব, নাজমুল হায়াত শিক্ষক,ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। জবেদ মাহমুদ ফিরোজ শিক্ষক, ভোলা প্রভাতি শিক্ষালয়। মেসকাত আহাম্মেদ শিক্ষক,ভোলা প্রভাতি শিক্ষালয়।প্রথম আলো বন্ধু সভার সাংস্কৃতিক সম্পাদক,লোকমান হাকিম ও সাংবাদিক বিপ্লব রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব,আখতার হোসের তার বক্তব্যে বলেন- “শিশুর হাসি” সংগঠন মাদক ও পরিবেশ দূষণ প্রতিরোধে এই সামাজিক কর্মকান্ডে আমি আমিত্যু কাজ করে যাবো এবং “শিশুর হাসি” নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশে থেকে সার্বিক সহযোগিতার করে যাবো। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন “শিশুর হাসি”সংগঠনের সাধারণ সম্পাদক- ওয়াহিদ তওসিফ ও সাংগঠনিক সম্পাদক- শাহরিয়া নিলয়।কোমলমতি শিশু ও কিশোরদের মধ্যে উপস্থিত থেকে যারা আজকের অনুষ্ঠানকে সুসজ্জিত করেছে তারা হলেন-“শিশুর হাসি” সংগঠনের সহ-সভাপতি-মোঃনাফিম।সহ-সম্পাদক- মোঃআব্দুল্লাহ।দপ্তর- সম্পাদক-মোঃ নাজমুল।ত্রাণ ও দুর্যোগ ব্যাবস্তাপনা সম্পাদক-আরবাতুজ্জামান।সাংস্কৃতিক সম্পাদক-প্রিয়ন্ত দে।ক্রিয়া সম্পাদক- সাকিব আরাফাত সিয়াম। শিশু বিষয়ক সম্পাদক-মোঃমুয়াজ ও মহিলা বিষয়ক সম্পাদক- আয়সা সিদ্দিকা মুনতাহা। পরিশেষে, সংগঠনের সভাপতি- ইস্রাফিল মহিম ভোলা নিউজ কে জানান,এই সংগঠনের লক্ষ্য ছাত্র সমাজ থেকে মাদক নির্মুল করা ও পরিবেশ দূষণ প্রতিরোধে এই “শিশুর হাসি” সংগঠন অগ্রনী ভূমিকা পালন করবে। এবং সংগঠনের দীর্ঘায়ু কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।

SHARE