লালমোহনের সরকারি খালের মধ্যে নির্মানকৃত বিল্ডিং ভেঙ্গে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

 

 

শাহিন আলম মাকসুদ, লালমোহন প্রতিনিধিঃ

ভোলার লালমোহনে অবৈধভাবে সরকারি খালের মধ্যে তৈরী করা নির্মানাধীন বিল্ডিং ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান। (২৭ জানুয়ারি) বুধবার বিকাল ৫ ঘটিকার সময় পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজারের পশ্চিম পাশে শাহে আলম মেস্তুরী সরকারি খালের মধ্যে ৩ তলা ফাউন্ডেশন দিয়ে নতুন বিল্ডিং তৈরী করছিলেন। এবং বাজারের উত্তর মাথার পূর্বদিকের রাস্তার পাশের সরকারি খালের মধ্যে স্থানীয় বেপারী বাড়ীর বজলু, হারুন, লিটন, ও দিদার নামে ৪ জন ফাউন্ডেশন দিয়ে ঘর উত্তোলন করছিলেন। খাল দখলের খবর পেয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-নোমান এই সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা ভূমি অফিসের নাজির কাম- ক্যাশিয়ার মোঃ আসাদুল ইসলাম-(রনি) সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে তৈরী করা বিভিন্ন মেরামতকৃত সামগ্রী ভেঙ্গে ফেলেন। পরে নির্মান সামগ্রীর বিভিন্ন রড নিলামে বিক্রি করা হয়। শাহেআলম মেস্তুরির বিল্ডিং এর মেরামতকৃত সামগ্রীর রড ১২,৫০০ টাকা এবং লিটন, বজলু, হারুন ও দিদার নামে ৪ জনের মেরামতকৃত সামগ্রীর রড ৮,০০০ টাকা নিলামে বিক্রি করে দেন উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট। উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন এই ধারা অব্যাহত থাকবে।

SHARE