বগুড়ার সান্তাহারে আবাসিক হোটালে অসামাজিক কাজে লিপ্ত থাকায় ০৩ নারীসহ গ্রেফতার -৮

 

 

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার আদমদীঘি সান্তাহারে শুভ আবাসিক হোটালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আবারও ০৩ নারীসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে গোপম সংবাদের ভিত্তিতে ওই আবাসিক হোটালে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা হলো- নাওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাস্টারপাড়া গ্রামের ইসমাইল হোসেনর ছেলে হাবিব হোসেন (১৯),একই উপজেলার কুন্দনা গ্রামের জোহার আলীর ছেলে সৈকত আলী (২০),উত্তর মাস্টারপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে হাছান(২০), খোরশেদ আলীর ছেলে আরিয়ান(১৮), ঘোষপাড়া গ্রামের ছালামুদ্দিনের ছেলে আতিক(১৮), ধামুরহাট উপজেলার মঙ্গলবাড়ি গ্রামের আব্দুল মজিদের মেয়ে প্রিয়া (১৯),বদলগাছি উপজেলার মাতাজী গ্রামের স্বপনের স্ত্রী মিথিলা (২০) ও সাতক্ষীরা জেলার তালা উপজেলার শাহাপুর গ্রামের মোহাম্মদ শেখের মেয়ে সাথী (২০)। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান,আদমদীঘি সান্তাহারের শুভ আবাসিক হোটালে দীর্ঘদিন যাবৎ নারী দিয়ে অসামাজিক ব্যবসা চলছিল।ইতিপূর্বেও ওই আবাসিক হোটাল থেকে একাধিক নারী ও খদ্দের গ্রেফতার করে আদালতে পাঠানো হলেও গোপনে চালাতো অসাজিক কারবার। সোমবার দুপুরে গোপম সংবাদের ভিত্তিতে আবারও কয়েকটি আবাসিক হোটালে অভিযান চালানো হয়।অভিযানে সান্তাহার শুভ আবাসিক বোডিং থেকে তিন নারীসহ উল্লেখিত ৮ জনকে গ্রেফতার করা হয়। বিকালে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ পাঠানো হয়েছে।

SHARE