বগুড়ার শিবগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য সুমন গ্রেফতার

 

 

শাহজাহান আলী বগুড়া জেলা প্রতিনিধিঃবগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ জঙ্গী সংগঠন” আনসার আল ইসলাম” এর সক্রিয় সদস্য সুমনকে গ্রেফতার করেছে জেলা গোয়েম্দা ( ডিবি) পুলিশ। ১৯ জানুয়ারি ( মঙ্গলবার) দুপুর ১২ টার দিকে বগুড়া জেলা ডিবির ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান,১৮ জানুয়ারি সোমবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোকাতলা বাজার এলাকায় ডিবির একটি চৌকস টিম অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন “আনসার- আল ইসলাম ” এর সক্রিয় সদস্য হামিদুর রহমান ওরফে সুমন (৩৯) কে গ্রফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন উক্ত সংগঠনের দাওয়াতী বিভাগের সদস্য। সুমন নরসিংদী জেলার রায়পুরা থানার কাচারীমান্দী এলাকার মাওলানা মাহমুদুর রহমানের ছেলে।  গ্রেফতারকৃত সুমন জঙ্গী কার্যক্রমে জড়িত থাকায় নরসিংদী ও নারায়নগঞ্জ জেলার ২টি মামলার পালাতক আসামি।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। গ্রেফতাের সময় তার কাছ থেকে বিভিন্ন ধরনের জিহাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে সুমন আরও জানায়,দাওয়াতী কার্যক্রম  ও অর্থ সংগ্রহের জন্য সে বিভিন্ন জেলা সফর করে আসছিল।এছাড়া সংগঠনের কেন্দ্রীয় নেতাদের সাথে ইনক্রিপ্টেড ম্যাসেজের মাধ্যমে তার যোগাযোগ ছিল।  বগুড়া ডিবি ওসি আব্দুর রাজ্জাক জানান,এ ঘটনায় শিবগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে এবং সুমনকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।  এ বিষয়ে শিবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হরিদাস মন্ডল এর নিকট জানতে চাইলে তিনি বলেন, গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের হয়েছে।

SHARE