ভোলায় পুলিশের বিশেষ সতর্কবার্তা

 

 

 

মনজু ইসলাম ঃ সম্মানিত ভোলাবাসী আপনাদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সম্প্রতি সাইবার স্পেসকে কেন্দ্র করে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি তে ক্রমাগত গুজব, মিথ্যা প্রচার,রাষ্ট্রের বিরুদ্ধে প্রোপাগান্ডা ,,বিশেষ ধরনের অপরাধ প্রবণতা, সাইবার বুলিং, কিশাের গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স
ও প্রযুক্তির অপব্যবহার জনগনের মধ্যে বিভ্রান্তি , সামাজিক অস্থিরতা ও নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা তৈরী করছে।সেইসঙ্গে নারীরা উদ্বেগজনকভাবে ডিজিটাল ভায়ােলেন্সের শিকার হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করার ভোলাবাসী, সাধারণ জনগণ, নাগরিকবৃন্দ ও নারীসমাজসহ বর্তমান তরুন প্রজন্ম উক্ত অপরাধ সমূহের বিরুদ্ধে সােচ্ছার এবং সচেতন হওয়ার জন্য অনুরোধ করা হলো। সােশ্যাল মিডিয়ায় গুজব, মিথ্যা প্রচার, সাইবার বুলিং, কিশাের গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স না করার জন্য অনুরোধ করা হলো। আপনার আশপাশে এজাতীয় অপরাধের তথ্য থাকলে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন আপনার পরিচয় গোপন রাখা হবে।
বিনীত
মোহাম্মদ আরমান হোসেন
পুলিশ পরিদর্শক তদন্ত
ভোলা সদর মডেল থানা, ভোলা। ০১৩২০-১৫২১৮২

SHARE