ভোলায় নাগরিক ফোরামের সংলাপ অনুষ্ঠিত

 

 

 

আরিয়ান আরিফঃভোলা সদর উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে কোস্ট ট্রাস্ট, সিইপিআই প্রকল্পের সহযোগিতায় “সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত হত-দরিদ্রদের তালিকা করুন” প্রতিপাদ্যকে সামনে রেখে নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১টায় ভোলা সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ ইউনুছের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।  এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম।  সভার সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী এস. এম তাহাজ্জুদ হোসেন এবং সার্বিক দায়িত্ব পালন করেন প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন অফিসার মোঃ মনিরুজজামান। এসময় ভোলা সদর উপজেলা নাগরিক ফোরামের সভাপতি জনাব মোকাম্মেল হক মিলন, প্রকল্পের ফাইন্যান্স অফিসার মোঃ শীছ খান শাওন ও প্রজেক্ট অফিসার মোঃ সেলিম মিয়া সহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।  সামাজিক নিরাপত্তা সেবার মান উন্নয়নে নাগরিক সমাজের সুনির্দিষ্ট মতামত ও সুপারিশ সমূহ উপস্থাপন করেন নাগরিক ফোরামের সভাপতি মোকাম্মেল হক মিলন।উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব মোঃ আসাদুজ্জামান বলেন, সরকারের নীলিমালা পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না। কেউ যদি একাধিক সুবিধার আওতায় থাকে তাহলে সংশ্লিষ্ঠ ইউপিতে যোগাযোগ করার জন্য বলা হয়। আমরা প্রায় ২৫০০০ জেলেদের তালিকা যাচাই বাচাই করে ১৭০০০ করেছি। আমরা মাত্র ৪০০০ জেলেদের প্রশিক্ষণ দিতে পারবো। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, স্বচ্ছতা আনয়নে আমরা এই অর্থ বছর থেকে উপকারভোগীদের হাতে হাতে কার্ড প্রদান করবো। উপকারভোগীদের ভাতার তালিকা সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে রাখার জন্য বলা হয়েছে। তিনি আরো বলেন, প্রকৃত উপকারভোগী যদি সেবার আওতায় না আসে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান বলেন, সরকার দেশের দারিদ্র্য ও বৈষম্য হ্রাসে এবং জনসাধারণের জীবনমান উন্নয়নে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। সামাজিক নিরাপত্তা সুবিধা পাওয়ার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও না পাওয়া এবং উপযুক্ত না হওয়া সত্ত্বেও সুবিধার আওতায় থাকা এমন উপকারভোগীদের কোন তথ্য পাওয়া গেলে অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

SHARE