ভোলায় প্রধানমন্ত্রীর উপহার পেল ৫২০ পরিবার

 

 

মনজু ইসলাম।আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন অহসায় পরিবারকে পুনর্বাসন করা হয়। আজ সোমবার (১১ জানুয়ারি) সকালে ভোলা সদর উপজেলার হলরুমে লটারির মাধ্যমে চলমান উপকারভোগীদের গৃহ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মামুন আল ফারুক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের গৃহ নির্বাচনের লটারি বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এসময় ভোলা জেলায় ৫২০টি পরিবারকে প্রাথমিকভাবে ঘর দেওয়া হয়। এদের মধ্য যাদের জমি নেই, ঘর নেই, অসহায়,প্রতিবন্ধী, স্বামী পরিত্যাক্তা, বিধবা, নদী ভাঙ্গা, পঙ্গু গরিব মানুষ। এই অসহায় মানুষকে সরকারের দেওয়ায় ২ শতাংশ জায়গার উপর ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণ করে দেওয়ায় হয়। এটা প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ। এই উদ্যোগ বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন।এসময় আরো উপস্থিত ছিলেন- ভোলা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু আবদুল্লাহ খান, ভোলা সদর উপজেলা ত্রাণ কর্মকর্তা জিয়ারুল ইসলাম প্রমুখ।

SHARE