ভোলায় ৭৩ তম ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

 

আরিয়ান আরিফঃ ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সোমবার (৪ জানুয়ারি) সকালে ভোলা জেলা ছাত্রলীগের আয়োজনে শহরের বাংলা স্কুল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেষ্টুনসহ র‌্যালিতে অংশ নেয়। ভোলা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব ও এনামুল হক আরজু র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এর মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। পরে র‌্যালি শেষে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা, ভোলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, ভোলা জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আবিদুল আলম আবিদ, সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, ছাত্রলীগের সাবেক সিনিয়র সভাপতি তৈয়বুর রহমান, আসিফ মাহামুদ মার্শেল প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান হ্যাভেন, মাসরুর নিলয়, রাইহান আহমেদ, নেওয়াজ শরীফ কুতুব, হিমেল মাহামুদ, জাকারিয়া হোসেন অমি সহ আরও অনেকে। উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় সংগঠনটি। তার নেতৃত্বেই ওই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

SHARE